JSC পরীক্ষার ফলাফল 2019

জেএসসি রেজাল্ট ২০১৯ মার্কসীটসহ দেখুন | JSC Result 2019 জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ডিসেম্বর মাসে। www.jsc result 2019.com, jsc পরীক্ষার ফলাফল 2019, jsc rusalt 2019, jsc rejal 2019. সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের দিন কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন শেখ হাসিনা। একই দিনে প্রধানমন্ত্রী বিনামুল্যে পাঠ্যবই বিতরন কার্যক্রমের উদ্বোধন করবেন।

JSC পরীক্ষার ফলাফল 2019 – JSC Exam Result 2019জেডিসি ও জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ মার্কশিট সহ দেখুন এখান থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট সম্পূর্ন মার্কশিট / গ্রেডশীট সহ ডাউনলোড করতে পারবেন এখান থেকেই। এছাড়াও আপনি জে এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ বোর্ড চ্যালেঞ্জ / জেএসসি পরীক্ষার ফলাফল 2019 পূনঃনিরীক্ষের জন্য আবেদনের নিয়মাবলি সহকারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এই পোষ্ট থেকে।

    পিএসসি রেজাল্ট ২০১৯ । ইবতেদায়ী ফলাফল 2019 দেখুন দ্রুত ও সহজে

    গত ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এবছর ২৮ হাজার ৬২৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে অংশ নেয়। মোট পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

    জেএসসি রেজাল্ট ২০১৯ মার্কসীটসহ

    জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। জেএসসিতে ছাত্রের সংখ্যা নয় লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। জেডিসিতে ছাত্রের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৪৪২ জন এবং ছাত্রী দুই লাখ ৫ হাজার ১০১ জন।

    এবার বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৬৫৯ জন শিক্ষার্থী। জেএসসি পরীক্ষার ফল ২০১৯ দেখুন

    কবে জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে?

    জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ কবে দিবে?

    বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ দশটি শিক্ষাবোর্ড যথাক্রমেঃ- বরিশাল শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষাবোর্ড। টেকনিক্যাল/ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল আগামী ৩১ ই ডিসেম্বর বেলা ১২:০০ টায় প্রকাশিত হবে।

    পরীক্ষা শেষে এখন শুধু অপেক্ষার পালা। সাধারণত পরীক্ষা শেষ হবার ২ মাসের ব্যবধানে ফলাফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়য়। সেই হিসাবে পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ ৩১ ডিসেম্বর। তাই রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত এই অখণ্ড অবসর সময় সবার মাথায় বার বার ঘুরে ফিরে আসছে রেজাল্ট এর চিন্তা।

    জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ – জে এস সি পরীক্ষার ফলাফল কবে দেবে?: ২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ বেলা ১২টায় প্রকাশ হবে। বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯
    নির্ধারিত দিন বেলা ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল…

    সকল বোর্ডের jsc পরীক্ষার ফলাফল 2019

    অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ঢাকা বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ যশোর বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ বরিশাল বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ চট্টগ্রাম বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সিলেট বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ দিনাজপুর বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ কুমিল্লা বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ রাজশাহী বোর্ড
    • জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ মাদ্রাসা বোর্ড

    JSC Result 2019 Download

    অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ পাওয়া যাবে এখানেঃ

     

    অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার বিকল্প পদ্ধতি

     

    JSC পরীক্ষার ফলাফল 2019 কিভাবে দেখবেন?

    স্বাভাবিকভাবেই পরীক্ষার পর থেকে শুরু করে রেজাল্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত, ছাত্র / ছাত্রীরা নিজের এবং অবিভাবকগন তাদের সন্তানদের ফলাফল নিয়ে খুবই চিন্তিত থাকেন। সবচেয়ে বেশি সমস্যায় পরতে হয় রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন। কারন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটটি অতিরিক্ত ভিজিটর আর লোডিং এর চাপের কারনে সাইটটি অফ হয়ে যায়। ফলে ছাত্র / ছাত্রী এবং অবিভাবকগন তাদের কাঙ্খিত JSC পরীক্ষার ফলাফল যথাসময়ে না পেয়ে হতাশা আর বিভ্রান্তির মধ্যে পরে যায়। অথচ আমাদের মধ্যে অনেকেরই জানা নাই যে, শিক্ষা বোর্ডের এই www educationboardresults gov bd ওয়েবসাইট টি ছাড়াও আরো অনেকগুলো অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনি খুব সহজেই JDC JSC পরীক্ষার ফলাফল 2019 সম্পূর্ন মার্কশিট সহকারে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন

    এসএমএস এর মাধ্যমে জেএসসি পরীক্ষার ফলাফল 2019 দেখবেন যেভাবেঃ

    মোবাইল থেকে এসএমএস এস মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল / জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ – JSC Exam Result 2019 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেডিসি রেজাল্ট ২০১৯ – JDC Result 2019 জানবে কিভাবে তার বিস্তারিত নিচে তুলে ধরা হল।

    অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ঢাকা বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ যশোর বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ বরিশাল বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ চট্টগ্রাম বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সিলেট বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ দিনাজপুর বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ কুমিল্লা বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ রাজশাহী বোর্ড
    • জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ময়মনসিংহ বোর্ড
    • জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ মাদ্রাসা বোর্ড
    • জেএসসি ও জেডিসি বৃত্তির ফলাফল পাবেন এখানে

    মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ জানার পদ্ধতিঃ

    তিনটি সহজ নিয়মে অনলাইন থেকে জে এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ এবং জেডিসি রেজাল্ট ২০১৯ জানতে পারবেন। প্রথমত আপনার জেডিসি জে এস সি পরীক্ষার রোল/রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে Online থেকে মার্কশিট সহ জেডিসি ও জে এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ দেখতে পারবেন। সরাসরি আওয়ারবিডি ২৪ ডট কম – OurBD24.Com এর ওয়েব সার্ভার ইউজ করে সকল শিক্ষাবোর্ডের জেডিসি ও জে এস সি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN Number Use করে JDC JSC Exam Result 2019 PDF File Download করে দেখতে পারবেন। এছাড়াও প্রত্যেক শিক্ষাবোর্ডের নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমেও আপনার কাঙ্খিত JDC JSC পরীক্ষার ফলাফল 2019 দেখতে পারবেন। সকল শিক্ষাবোর্ডের ওয়েবসাইট লিষ্ট বিস্তারিত তথ্যসহ নিচে তুলে ধরা হয়েছে।

    জেএসসি রেজাল্ট ২০১৯ মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানার পদ্ধতিঃ যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC

    ➳এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
    DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

    ➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন। এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

    মোবাইলে  জেএসসি, জেডিসির ও পিএসসি ফল জানার বিস্তারিত নিয়ম দেখুন

    অনেকেই স্কুল থেকে জেএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে থাকেন কিন্তু এই ইন্টারনেটের যুগে হাতের মোবাইল দিয়ে বা নিজের ল্যাপটপ দিয়েই পেয়ে যেতে পারেন আপনার বা আপনার পরিজনের জেএসসি পরীক্ষার ফলাফল আর রেজাল্ট ভাল হলে আনন্দ শুরু করে দিতে পারেন অনেকের আগেই। জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনে লক্ষ লক্ষ মানুষ একসাথে শিক্ষা বোর্ড এর ওয়েব সাইটে ঢোকার চেষ্টা করেন তাই সার্ভার মাঝে মাঝেই ডাউন হয়ে যায়। আর শিক্ষা বোর্ড এর রেজাল্ট এর ওয়েব সাইটের এড্রেস একটু বড় হওয়ায় অনেকেই তা মনে রাখতে ব্যর্থ হন। তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

    ➳যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC

    ➳এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ

    DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

    ➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।

    ➳ এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।

    ➳ Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2019

    মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2019

    ➳ এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

    Eiin Number দিয়ে অনলাইন থেকে jsc পরীক্ষার ফলাফল 2019 দেখবেন যেভাবেঃ

    ➤ অনলাইন থেকে ২০১৯ সালের জে এস সি ফলাফল এবং জেডিসি পরীক্ষার ফলাফল জানার অন্যতম বিকল্প উপায় হল ‘শিক্ষা প্রতিষ্ঠানের Eiin Number দিয়ে অনলাইন থেকে রেজাল্ট সংগ্রহ করা….
    শিক্ষা প্রতিষ্ঠানের Eiin Number দিয়ে অনলাইন থেকে রেজাল্ট সংগ্রহ করার একটি বড় সুবিধা হল, এই পদ্ধতিতে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র / ছাত্রীর jdc jsc পরীক্ষার ফলাফল 2019 একসাথে ডাউনলোড করে নিতে পারবেন।

    এতে করে আপনি একজন একজন করে রেজাল্ট দেখার জন্য দীর্ঘ সময় ধরে অনলাইনে থাকার ঝামেলা থেকে মুক্তি পাবেন। অনলাইন থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের Eiin Number ব্যবহার করে jsc পরীক্ষার ফলাফল 2019 এবং জেডিসি পরীক্ষার রেজাল্ট জানার জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ডের বড় দুটি ওয়েবসাই থেকে ফলাফল সংগ্রহের পদ্ধতির লিংক নিচে দেয়া হল। আপনি সেখানে ক্লিক করে পরবর্তী নিয়ম অনুসারে আপনার কাঙ্খিত ফলাফল সংগ্রহ করুন……

    • প্রথমে এই লিংকে ক্লিক করুন – mail.educationboard.gov.bd/web/ অথবা এই লিংকে ক্লিক করুন –https://eboardresults.com/v2/home
    • Board থেকে আপনার শিক্ষা বোর্ডটি নির্বাচন করুন।
    • EIIN এর বক্সে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের Eiin Number টি লিখুন।
    • Get Institution Result এ ক্লিক করে আপনার JDC JSC Exam Result 2019 PDF File Download করে নিন।

    jsc পরীক্ষার ফলাফল 2019 মার্কশিট সহকারে ডাউনলোডের বিকল্প ওয়েব সাইট লিষ্টঃ

    ➤ jsc পরীক্ষার ফলাফল প্রকাশের দিন যদি এখান থেকে রেজাল্ট দেখতে কোন সমস্যা হয়, তাহলে আপনি মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিকল্প সাইট সমূহ থেকে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট ও সমমান জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। JSC রেজাল্ট 2019 এবং JDC রেজাল্ট 2019 দেখার সকল সার্ভার লিংক এবং প্রত্যেক শিক্ষাবোর্ডের বিস্তারিত তথ্যসমূহ নিচে তুলে ধরা হল। যাতে করে আপনি খুব সহজেই সবার আগে সবচেয়ে দ্রুত এবং নিশ্চিতভাবে কোন ঝামেলা ছাড়াই jdc jsc পরীক্ষার ফলাফল 2019 ডাউনলোড করে নিতে পারেন।

    বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা বোর্ড ই তাদের নিজস্ব ওয়েবসাইটে জে এস সি রেজাল্ট প্রকাশ করে থাকে। আপনি আপনার শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে খুব সহজেই ২০১৯ সালের জেডিসি জে এস সি রেজাল্ট এবং ফুল মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন। নিচের তালিকা থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন এবং পরবর্তী নিয়ম অনুসারে ফলাফল সংগ্রহ করুন………

    জেএসসি রেজাল্ট ২০১৯ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলীঃ

    পরীক্ষার ফলাফল পাবার পর যদি মনে হয় যে আপনার রেজাল্ট ভুল এসেছে তাহলে আপনি ফলাফল পুনঃমূল্যায়ন / সংশোধনের এর জন্য টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিম্নে দেয়া হলঃ

      • আবেদন করতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে লিখুন বিষয় কোড এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ
      • এক্ষেত্রে প্রতিটী বিষয় এর জন্য ১২৫ টাকা ফি প্রযোজ্য
      • ফিরতি এস এম এসে আবেদন ফি হিসাবে কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার পাঠানো হবে। সম্মত থাকলে
      • মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে YES তারপর স্পেস দিয়ে পিন নাম্বার তারপর স্পেস দিয়ে আপনার একটি কন্টাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২০০ নাম্বারে।
    • একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। তার জন্য একটি বিষয় কোড লেখার পর কমা ব্যবহার করুন।

    সকল জেএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। আমাদের লেখা জেএসসি রেজাল্ট ২০১৯ সম্পর্কে বুজতে যদি কোন সমস্যা হয় অথবা আপনার কোন প্রশ্ন থাকে তাহলে নিচে মন্তব্য করে জানাতে পারেন। www.jsc result 2019.com, jsc পরীক্ষার ফলাফল 2019, jsc rusalt 2019, jsc rejal 2019. আমরা খুব দ্রুতই আপনার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

    জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানঃ

    উল্লেখ্য, ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গত ০২ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা ১৪ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর শেষ হয়। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা ও বিকাল ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    সারাদেশে এবার উভয় পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষা দেয়।

    বিভিন্ন বোর্ডের পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা

    পাসের হার (%)

    জিপিএ-৫ (জন)

    বোর্ড

    পাসের হার (%)

    জিপিএ-৫ (জন)

    ২০১৮

     

     

    ২০১৯

     

    ৮৩.১৯

    ২২,৩৩৪

    ঢাকা বোর্ড

    ৮২.৭২

    ১৮,৯৫৩

    ৯৪.৫৭

    ১৪,৬৩৮

    রাজশাহী

    ৯৪.১০

    ১৬,৪৭৮

    ৮৬.৯৯

    ৩,৭৪২

    কুমিল্লা

    ৮৮.৮০

    ৬,১৩১

    ৮৪.৬১

    ৭,২৫৬

    যশোর

    ৯১.০৮

    ৯,৭৫৫

    ৮১.৫২

    ৫,২৩১

    চট্টগ্রাম

    ৮২.৯৩

    ৬,০৪১

    ৯৭.০৫

    ৪,৯০৬

    বরিশাল

    ৯৭.০৫

    ৪,৯৪৮

    ৭৯.৮২

    ১,৬৯৮

    সিলেট

    ৯২.৭৯

    ৩,৭৭৩

    ৮১.৬৩

    ৬,৩০৩

    দিনাজপুর

    ৮৩.৯২

    ৬,৭৬৫

     

     

    ময়মনসিংহ

    ৮৭.২১

    ৩,৯০৩

    ৮৯.০৪

    ১,৯৮৭

    মাদ্রাসা বোর্ড

    ৮৯.৭৭

    ১,৬৮২

    ৮৫.৮৩

    ৬৮,০৯৫

    মোট

    ৮৭.৯০

    ৭৮,৪২৯

     

    জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ডের গড় পাসের হার – শতাংশ। আর মাদরাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার – শতাংশ। ২০১৯ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার – শতাংশ। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে – জন পরীক্ষার্থী।

    শতভাগ পাসের প্রতিষ্ঠান -টি। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার – শতাংশ। জেএসসি ও জেডিসিতে মোট পাস করেছে – জন পরীক্ষার্থী। 

    ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে পাসের হার বেড়েছিলো। ২০১৭ সালে জেএসসিতে পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেডিসিতে ছিল ৮৬ দশমিক ৮০ শতাংশ। 

    Search Tags:জে এস সি রেজাল্ট ২০১৯ কবে দিবে, JSC Exam Result 2019 BD,২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল,জে এস সি রেজাল্ট ২০১৯- নম্বর সহ জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯,দাখিল ভোক এবং জেএসসি রেজাল্ট ২০১৯,জেএসসি ফলাফল ২০১৯ প্রকাশিত হবে মে মাসে,জে এস সি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯,জেএসসি রেজাল্ট ২০১৯,নাম্বার সহ রেজাল্ট jsc,jsc রেজাল্ট 2019,৬ মে ফল প্রকাশ হবে জেএসসি রেজাল্ট ২০১৯,jsc pass marks 2019,jsc result 2019,ssc result 2019 date,ssc exam news 2019,ssc exam folafol 2019

    Post a Comment

    Let us know how you are feeling about this article by commenting.

    Previous Post Next Post