মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি
বর্তমানে ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ের্ডপ্রেস এবং ব্লগার এর মাধ্যমে সবচেয়ে বেশি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা হয়। আপনি যদি ফ্রিতে আপনার হাতের মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয় করতে চান।
আজকের এই আর্টিকেলটি সম্পূর্ন পড়বেন। কারন, আজ থেকে আমি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার একটি সিরিজ চালু করেছি, এই সিরিজটি কমপ্লিট করলে, কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে অনলাইনে আয় করবেন তা ও সম্পূর্ন ফ্রিতে এবং হাতে কলমে শিখানো হবে হয়েছে, এবং এই আর্টিকেলটি, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনলাইন থেকে আয় করার ১ম পর্ব, চলুন শুরু করি।website make
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্মঃ
প্রথমে আসি, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার বিষয়টা নিয়ে। আপনার প্রশ্ন হতে পারে, আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনি জানতে আগ্রহী একটি
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয়। build a website
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে আপনার জানতে চাওয়ার কারন হল, আপনি হয়তবা আপনার পার্সোনাল ওয়েবসাইট বা বিজনেসের জন্য ওয়েবসাইট, অথবা ওয়েবসাইট খুলে অনলাইন থেকে আয় করার জন্য ওয়েবসাইট তৈরী করতে চান। তাছারা আপনার ওয়েবসাইট তৈরী করার জন্য, আরও কারন থাকতে পারে। তাই মূলন ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে সেগুলো জানার জন্য আজকের আর্টিকেলটি পড়তে বসেছেন।
আরও জানুন,
ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন হয় এবং একটি ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে।
- ওয়েবসাইট তৈরী করার জন্য ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম।
- ব্লগ সাইট তৈরী করার জন্য ব্লগার প্লাটফর্ম।
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী এবং খরচ
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি, ১ম পর্ব সেই সাথে ইনকামের গ্যারান্টি
ডোমেইন কি
ডোমেইন কিনতে কত খরচ হয়,
ডোমেইন কোথায় থেকে পাবেন
ডোমেইন কিনতে কত টাকা লাগবে
ওয়েব সাইট তৈরী করতে হোস্টিং বা হোস্টিং কি?
ভালো মানের হোস্টিং নির্বাচন,
ওয়েবসাইট তৈরী করার জন্য থিম এবং খরচ
এস এস এল সার্টিফিকেট এবং ডোমেইন প্রাইভেসি
ব্লগ সাইট তৈরী করার জন্য ব্লগার প্লাটফর্ম
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার সিরিজটিতে আপনি মনোযোগ সহ পড়লে সম্পূর্ন ফ্রিতে ব্লগার এর মাধ্যমে একটি সাইট তৈরী করতে পারবেন। তা ও কোন টাকা খরচ করতে হবে না।
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে আমি ব্লগার (blogger) প্লাটফর্মটি বেছে নিলাম
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কেন আমি ব্লগার (blogger) প্লাটফর্মটি বেছে নিলাম।
ব্লগার (blogger) প্লাটফর্মের মাধ্যমে বর্তমানে অনেকেই, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয় করছে। আমার এই ব্লগ সাইটিও ব্লগারের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং এই সাইটি থেকে আমি গুগোল এডসেন্সের মাধ্যমে টাকা আয় করছি।
আমার এই সাইটে কিভাবে এডসেন্স এপ্রুভাল পেলাম জানতে এখানে ক্লিক করুন।
আমার এই সিরিজের মূল উদ্দেশ্য হল, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইট এর মাধ্যমে এডসেন্স এপ্রুভ করিয়ে অনলাইন থেকে টাকা আয় করিয়ে দেখানো।
ব্লগারে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য বেষ্ট। ব্লগারে ব্লগ সাইট তৈরী করলে অপনি অনেকগুলো সুবিধা পাবেন যেমনঃ
- ব্লগ সাইট তৈরি করার জন্য আলাদা করে ডোমেইন এবং হোস্টিং না কিনলে ফ্রিতে ব্লগ সাইট তৈরী করতে পারবেন। কারন, ব্লগারে থেকে ফ্রি সাব- ডোমেইন এবং ফ্রি হোস্টিং পেয়ে যাবেন। তাছারা আপনি ইচ্ছা করলে পরবর্তীতে ডোমেইন কিনে আপনার ব্লগ সাইটের জন্য ডোমেইন এড করে নিতে পারবেন। ব্লগারে ডোমেইন এড করলে আপনার ব্লগ সাইটটি প্রফেশনাল দেখাবে। যদি আপনি ব্লগারে নতুন হন, তাহলে টাকা খরচ করে ডোমেইন এড না করাই বেটার।
- থিম ফ্রি, থিমটা হল আপনি সাইটির স্ট্রাকচার কেমন হবে সেটা দেখায়। ব্লগারে অনেক অনেক থিম আছে যেগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারেন বা থিম ফ্রিতে ব্যাবহার করতে পারেন তবে এই সিরিজটিতে আমি আপনাদের একটি পেইড থিম ফ্রিতে দিয়ে দিব। থিমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
- ব্লগারে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার আরও একটি কারন হল, ব্লগারে ব্লগ সাইট তৈরি করার সময় কোন কোডিং জানতে হবে না, যে কেউ আমার সিরিজটি পড়ে নিমিশেই মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন।
- ব্লগারে আপনার সাইটের পোষ্টগুলো খুব সহজে seo এবং সহজে সাজিয়ে নিতে পারবেন।
- আপনি হয়তবা জানেন না যে, ব্লগার গুগোল এর প্রডাক্ট। ব্লগার গুগোল এর প্রডাক্ট হওয়ার কারনে কিছু নিয়ম মানলে, গুগোল এডসেন্স এপ্রুভ পাওয়া সহজ। যার কারনে আপনি পরবর্তীতে আপনার সাইট থেকে এডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
- ব্লগারে আপনি ব্লগ সাইট তৈরি করার জন্য আপনি কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হল, আমার এই সাইটি আমি মোবাইলের দিয়ে তৈরি করেছি। এবং সমপূর্ন প্রসেসটা আমি এই সিরিজে দেখাব। How to create free blog site in your mobile চলুন এখন কিভাবে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখাব।
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি ১ম পর্ব
ব্লগারে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি( build a website)
create your own websiteকরার জন্য প্রথমে একটি জিমেইল একাউন্ট লাগবে। যদি জিমেইল একাউন্ট না থাকে তাহলে একটি জিমেইল একাউন্ট খুলে নিবেন। এটা আপনার প্রথম কাজ হবে।
তারপর, আপনার মোবাইল থেকে ক্রোম (Chrome browser) ব্রউজারটি ওপেন করে নিবেন এখন আপনাকে আপনার ফোনের Chrome browser) ব্রউজারটি ডেস্কটপ মোড করে নিবেন।
ডেস্কটপ মোড করার উপায়,
আপনার মোবাইল থেকে ক্রোম (Chrome browser) ব্রউজারটি ওপেন করলে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন। যেমন, নিচে চিএটি দেখুনঃ
থ্রি ডটে ক্লিক করলে বেশ কিছু অপশান পাবেন এখান থেকে সিম্পলি
Desktop site লিখাটিতে ক্লিক করলে আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে যাবে।
ব্যাস আমাদের ফোনের ব্রাউজারটি ডেক্সটপ মোড হয়ে গেল।
এখন আমাদের blogger সাইটি log in বা প্রবেশ করতে হবে,
তাই ক্রোম (Chrome browser) ব্রউজারটির উপরে সার্চ বক্সে blogger.com লিখে সার্চ করবেন
তাহলে নিচের মত blogger ইন্টারফেস দেখতে পারবেন।
তারপর create your blog অপশনে ক্লিক করলে আপনার gmail আইডি দিয়, sign in করতে বলবে।
তারপর, enter your password এই ঘরটিতে আপনার জিমেইল এর পাসওয়ার্ডটি বসিয়ে next ক্লিক করলে blogger একাউন্ডটি log in হয়ে যাবে বা blogger একাউন্ডটি ওপেন হয়ে যাবে।
আশা করি, আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে blogger একাউন্টিতে প্রবেশ করেছেন।
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি ২য় পর্বটি পড়তে এখানে ক্লিক করুন
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্ব
আজকের এই পর্বটি হল, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্ব।create website google
পূর্বের পর্বটিতে, আমরা জানলাম, কি কি পদ্বতিতে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এই সিরিজে কেন আমি blogger ব্যাবহার করে ব্লগ সাইট তৈরী করব তাও বোঝানো হয়েছে। তাছারা ব্লগারে কিভাবে log in করবেন সেটাও বোঝানো হয়েছে।
আপনি যদি কোথাও বোঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন, এছারা এই সিরিজের প্রথম পর্বটি মিস করলে,
build a websiteএখানে ক্লিক করে,
Read more also,
জেনে নিন ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
build your own website
যাই হোক, ব্লগারে লগ ইন করতে পারলে, আপনি যদি পূর্বে blogger log in করে কোন ধরনের সাইট তৈরী না করে থাকে, তাহলে নিচের ছবিটির মত ইন্টারফেস দেখতে পারবেন।
এখানে, Tittle এর ঘরে আপনার সাইটের যে টাইটেলটি দিতে চান ইংলিশে সেই টাইটেলটি লিখে NEXT লিখাটিতে ক্লিক করবেন। আমি আমার এই নতুন সাইটের টাইটেল এর নাম উদাহারনসরূপ Earning Tach লিখে Next ক্লিক করলাম, তারপর নিচের মত একটি পেইজ আসবে।
এখানে address এরে ঘরে,আপনি যে নামে ব্লগ সাইট খুলতে চান সে নামটি লিখবেন, খেয়াল করুন address এর ঘরে Trickbd লিখার কারনে address লিখাটি এবং তার নিচে sorry, this blog address is not avaliable লিখাটি লাল কালার হয়ে আছে এবং নিচে আরও একটি জিনিস খেয়াল করুন যেমন, নিচে save লিখাটি hide হয়ে আছে।।
এর কারন হল, আপনার আগে trickbd লিখাটি দিয়ে অন্য কেউ আপনার আগে ব্লগার দিয়ে সাইট খুলে রেখেছে। তাই এটি এবেলএবেল নাই। তাই trickbd লিখাটি নিচ্চে না।
আপনাকে এমন একটি ওয়ার্ড নিতে হবে যেটি দিয়ে এখন পর্যন্ত ব্লগারে সাইট খোলা হয় নাই। আবশ্যই এমন ওয়ার্ড নিতে চেষ্টা করবেন যেন পূর্বে থেকে কেউ ঐ নাম দিয়ে সাইট খুলে না থাকে এবং ওয়ার্ডটি যেন খুবই ছোট হয় এবং ইউনিক হয়, সেই সাথে আপনি যে রিলিটেড সাইট তৈরি করতে চান সেই বিষয় এর উপর ওয়ার্ড যেন হয়। এগুলো মাথায় রেখে ওয়ার্ডটি নির্বাচন করবেন। কারন এখানে যে ওয়ার্ডটি ব্যাবহার করবেন সেটি কখনো ব্লগারে পরিবর্তন করতে পারবেন না, এবং এই ওয়ার্ডটি আপনার সাইটের নাম বা এড্রেস বা ডোমেইন নেইম হবে।
আমি অনলাইনে আয়, এবং ভিবিন্ন টেক এবং টেকনোলজির বিষয় পোষ্ট লিখার জন্য সাইটি খুলব তাই নিচে earningtach ওয়ার্ডটি address বারে লিখব দেখি কি হয়, নিচে ছবিটি খেয়াল করুন
address লিখাটি সবুজ কালার এবং save লিখাটি হলুদ হয়ে গেছে তার মানে earningtach এই এড্রেসটি দিয়ে এখন পর্যন্ত কেউ ব্লগারে সাইট খুলে নাই। মানে এবেলএবল রয়েছে। এবেলএবল থাকলে save লিখাটি হলুূদ হয়ে থাকবে যদি এবেলএবল না থাকে save লিখাটি hide হয়ে থাকবে।আর অবশ্যই address বারে ওয়ার্ড লিখার সময় ওয়ার্ডের মাঝে স্পেস দেওয়া যাবে না।যেমন earning tach লিখা যাবে না। লিখতে হবে স্পেস ছারা যেমন একসাথে earningtake এভাবে লিখতে হবে
যেহেতু address টি এবেলএবল আছে সেহেতু নিচে save অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার নিচের মত একটি সাইট তৈরি হয়ে যাবে।
এখন যে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি হয়েছে বা তৈরি করেছেন সেই সাইডটি একদম সাদা মাতা একটি সাইট।
এই সাইটি এখন কারো কাছে কিন্তু গ্রহনযোগ্য হবে না, কারন সাইটের লোকিং ভাল না, পেইজ নাই, কনটেন্ট নাই সমস্যা নাই আমাদের সাথে থাকলে এগুলো সবকিছু সহজে সাইটে সাজিয়ে, গুছিয়ে নিতে পারবেন। আপনি সবার কাছে গ্রহনযোগ্য এমন একটি সাইট তৈরি করতে চাইলে, প্রথমে আপনার একটি থিমস এর প্রয়োজন হবে। প্রফেশনাল ভাবে ব্লগ সাইটি তৈরি করতে চাইলে একটি ভাল মানের থিমস ডাউনলোড করতে হবে। তাই SEO PRO থিমস টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। তাহলেনিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় (২য়) পর্বে টারগেট হবে, tittle, address, ঠিক মত ব্যাবহার করে একটি সাদামাতা ব্লগ সাইট তৈরি করা এবং সেই সাথে একটি থিমস ডাউনলোড করা, যদি কোথাও বোঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন।
------------৷৷৷৷৷ ----------++--++++++++++++++++++যদি কোন কারন বসত,SEO PRO থিমস টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে যদি নিচের চিএটির মত আসে তাহলে থিমটি ডাউনলোড করার জন্য
থ্রি ডটে ক্লিক করবেন তাহলে নিচের মত অপশন আসবে,
হাটি হাটি পা পা করে, আমাদের ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ১ম এবং ২য় পর্ব শেষ হয়ে গেল, আজকের পর্বটি হল, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয় (৩য়) পর্ব।
আগের পর্বগুলো মিছ করলে নিতে ক্লিক করে জেনে নিন।
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ১ম পর্ব
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ২য় পর্ব
এখন আসি মূল টপিকছে,
ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির তৃতীয় (৩য়) পর্ব
Comments: এই অপশনটির মাধ্যমে আপনার সাইটে কি কি কমেন্ট করছে সেগুলো দেখতে পারবেন
কিভাবে ব্লগারে থিম এড করব
ব্যাস আজকে কিভাবে ব্লগ সাইটের থিম চেইন্জ করবেন সেটা দেখনো হল, পরবর্তী পর্বে দেখাবো কিভাবে থিমটি কাস্টমাইজ করবেন।
সহজে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির চতুর্থ (৪র্থ) পর্ব
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির আজকের পর্বটি চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমি ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি তিনটি পর্ব আকারে পোস্ট করেছি। যদি তিনটি পর্ব না পড়ে আসেন তাহলে এই পর্বটি কিছুই বুঝবেন না। তাই নিচের লিঙ্কে ক্লিক করে ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরীর পর্ব গুলো দেখে আসতে পারেন।
আগের পর্ব গুলোতে আমি দেখিয়েছি কিভাবে একটি ব্লগারে ব্লগ সাইট তৈরি করা হয়। পরিচয় করিয়েছি, ব্লগারের ডেসবোর্ডের সাথে। এবং ব্লগারে একটি থিম আপলোড করে ব্লগ সাইটের চেহারা বা গঠন চেইন্জ করে দেখিয়েছি। আজকের পর্বে থাকবে, কিভাবে ব্লগারের থিম কাস্টমাইজ করে একটি গ্রহনযোগ্য ব্লগ সাইট তৈরি করা যায়।
কিভাবে ব্লগারে থিম কাস্টমাইজ করবেন
আমি আগের পর্বে মানে ৩য় পর্বে দেখিয়েছি কিভাবে ব্লগারে একটি থিম আপলোড করা হয়। এখন, সেই থিমটি কাস্টমাইজ করে দেখাব। এখন আপনাকে পুনরায় আপনার ব্লগারের ডেসবোর্ডে চলে যেতে হবে, আশা করি কিভাবে ব্লগারের ডেসবোর্ড যেতে হয় সেটা পারবেন। না পারলে নিচে কমেন্ট করে জানাবেন।
ব্লগার ডেসবোর্ড থেকে আমাদের layout ক্লিক করতে হবে, তাহলে আপনাকে আপনার ব্লগের layout কাস্টম করে কাস্টমাইজ করে নিতে হবে।
layout ক্লিক করলে নিচের মত layout পেইজে নিয়ে যাবে।
এখন আমরা ব্লগের লগো চেইন্জ করব। তারজন্য আমাদের মোবাইটা ডেক্সটপ মোড করে নিব।
Header logo এই অপশনে একটি কলমের মত দেখতে পারবেন সিম্পলি ওখানে ক্লিক করুন। তাহলে নিচের মত একটি পপ আপ পেইজ শো করবে
এখানে,
Blog title : এই ঘরে আপনার ব্লগ সাইটের টাইটেল চেইন্জ করতে পারেন। বা এই ঘরের টাইটেল লিখাটি মুছে নতুন করে আপনার সাইটের টাইটেল দিতে পারবেন।
Blog discription : এই ঘরে আপনার সাইটেল কিসের উপর তার একটি টাইটেল দিতে পারবেন।
Remove image: এই অপশনটির মাধ্যমে সাইটের ইমেইজটি চেইন্জ করা হয়। আপনার সাইটের ইমেইজটি যদি চেইন্জ করতে চাইলে Remove image একটি ক্লিক করবেন প্রথম অবস্থায় যদি ইমেইজ চেইন্জ করতে নাও চান তাও করবেন কারন Remove image ক্লিক না করলে বাই ডিফল্ট৷ seo pro এই থিমের ইমেজটি আপনার সাইটে থেকে জাবে, তাই Remove image ক্লিক করবেন, যদি ইমেইজ চেইন্জ করতে চান তাহলে নিচের মত chooes file click করে আপনার লগোটি আপলোড করবেন
যদি Remove image click করে কোনো লগো সিলেক্ট না করে নিচে save অপশনে ক্লিক করুন তাহলে আপনার সাইটের নামে একটি text লগো আপনার সাইটে ক্রেইট হয়ে যাবে তার জন্য অবশ্যই save অপশনে ক্লিক করতে হবে।এনং আপনার সাইটি দেখাবে জোস যেমন নিচে খেয়াল করুন
ব্যাস সাইটের টাইটেল, ডিসক্রিপশন, এবং লগো এভাবে চেইন্জ করে নিবেন।
এখন আমাদের ফেসবুক এর লিংকগুলো এই সাইটে এড করব,
তারজন্য ফেসবুক একাউন্টে লগ ইন করে প্রফাইলের লিংটি কপি করবেন
এখন আমরা আমাদের ব্লগারের Layout অপশন আবার চলে যেতে হবে, নিচে মার্ক করা Layout ২ টিতে সোশাল মিডিয়ার লিংকগুলো এড করব,
এখন আমি ফেসবুকের লিংকটি এড করব, তারজন্য facebook এর পাশে edit অপশনে ক্লিক করবেন
তাহলে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।
এখন url এই খালি ঘরে ফেসবুকের লিংকটি পেস্ট করে, ডানপাশে save ক্লিক করবেন। একই পদ্বতিতে বাকি সোশিয়াল মিডিয়াগুলো youtube, ইন্সটাগ্রাম, লিংকগুলো এড করে নিবেন।লিংকগুলো এড কমপ্লিড হলে নিচে থেকে save ক্লিক করলে লিংকগুলো এড হয়ে যাবে। এভাবে এই থিমের লে আউটে সোশাল মিডিয়া গুলো এড করার জন্য ২ টি follow us অপশন পাবেন। উপরের follow us অপশনে কিভাবে সোশিয়াল মিডিয়াগুলো এড করবেন সেটা দেখিয়েছি। আপনি একই উপায়ে নিচের follow us অপশনটিতে সোশাল মিডিয়ার লিংকগুলো এড করে নিবেন।
এখন আমারা সবশেষে লেআউট থেকে About secton থেকে আমার সাইটে about us চেইন্জ করে সাইটের সম্পর্কে কিছু লিখব।
এখন নিচে, about us অপশনের পাশে কলম চিহ্নটিতে ক্লিক করুন, তাহলে নিচের মত অপশন গুলো পাবেন
এখানে,
Tittle : এ অপশনে about us লিখবেন।
caption: এখানে আপনার সাইটি কি রিলিটেড সেই রিলিটেড কেপশন দিয়ে দিবেন।
link: এ অপশনে আপনার home page এর লিংক দিবেন। যেমন; https://earningtake.blogspot.com
তারপর remove image এ ক্লিক করবেন তাহলে ডিফল্ট ইমেজটি মুছে যাবে এবং নতুন একটি ইমেজ আপলোড দিয়ে নিচে থেকে save অপশনে ক্লিক করলে about us অপশনটি চেইন্জ হয়ে যাবে।
আজকে এই পর্যন্ত
আমরা আজকে শিখলাম
lay out অপশন এর
১/ header logo change.
২/
Follow us অপশনে সোশাল মিডিয়া লিংক এড করা।
৩/about us চেইন্জ করে নিজের কেপশন, ইমেজ চেইন্জ করা।
সহজে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির পঞ্চম (৫ম) পর্বে আমরা lay out এর কাজটা সমপন্ন করে ফেলব।
আমরা ৫ম পর্বে শিখব
১/ কিভাবে ওয়েবসাইটে মেনু এড করা যায়।
২/ কিভাবে ওয়েবসাইটের গুরুত্ব পূর্ন পেইজ গুলো যেমন,অ্যাবাউট আস', কন্টাক আস, প্রাইভেসি পলিসি ,টার্মস এন্ড কন্ডিশন, এই পেইজগুলো অ্যাড করা শিখব।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
Post a Comment
Let us know how you are feeling about this article by commenting.