অনেকে জানতে চায় মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করা

যায়? আজকে সে ব্যাপারে কথা বলব।শুরুতে দেখে নেই, কিভাবে মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয়

আমরা যখন google কিংবা youtube সার্চ করি, কিভাবে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায়।

অনেক সার্চ রেজাল্ট আছে, কেউ কেউ কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারে। কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

আবার কেউ কেউ পারে না। আপনারা যারা কানেক্ট করা ওয়াফাই পাসওয়ার্ড বের করতে পারেন না,

অবশ্যই আর্টেকেলটি মনযোগ দিয়ে পড়লে কানেক্ট থাকা ওয়াফাই এর পাসওয়ার্ড খুব সহজে বের করতে পারবেন।

কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

আমরা অনেকে আছি, ওয়াইফাই ইউজ করি। সেই ওয়াইফাই অনেকদিন ব্যবহার করার কারণে,

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যাই। অনেকে নিজের কোন ওয়াইফাই ইউজ করে না।

শুধু পাশের বাসায় কিংবা আপনার বন্ধু বা যে কেউ, শুধু আপনার মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে দেয়। কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

কিন্তু সেই, ব্যক্তি আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড জানালো না। আপনি চাইছেন আপনার মোবাইলে সেই কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড জানতে।

তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আপনি যদি না জানেন, কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়

তাহলে দেখে নিন এবং কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড জানুন

আজ আপনাদের দেখাব কিভাবে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখা যায়।
এটা কোনো হ্যাক নয়।।

প্রথমেই এই লিংক এ আপনার ডিফল্ট ব্রাউজার দিয়ে ঢুকোন।
অথবা “192.168.1.1” ব্রাউজার এই আইপিতে ব্রাউজ করুন।
পরে User namer ও Password দুটিতেই admin লিখে লগিন করুন।
এইরকম আসবে।

কানেক্টেড WiFi Password


Screenshot এর মতো Quick setup এ ক্লিক করুন।
তাহলেই আপনি পাসওয়ার্ড সহ আরও অনেক কিছু দেখতে পারবেন।
আপনি ইচ্ছা করলে Name ও wifi password চেঞ্জ ও করতে পারবেন।

ধন্যবাদ।।।

প্রথমত আপনার যে ফোনটিতে ওয়াই-ফাই কানেক্ট  করা আছে সেই ফোনটি হাতে নিয়ে ফোনের সেটিংসে চলে যান এবং Netword Connection লেখা অফশনটিতে ক্লিক করুন।

এবার wifi এ ক্লিক করুন।

এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফোনে  moon light নামে ওয়াই-ফাই কানেক্ট রয়েছে। এটার পাসওয়ার্ডই আপনাদের বের করে দেখাবো। এরজন্য  পাশে লক্ষ্য করুন সেটিংস বা গিয়ার আইকন রয়েছে ওখানে ক্লিক করুন।

 দেখুন একটা QR কোড চলে এসেছে।

এবার আরেকটি ফোন হাতে নিন যে ফোনে ওয়াই-ফাইটি কানেক্ট করা নেই এবং প্লে-স্টোর থেকে Qr Code & Barcode Scanner অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন।

অ্যাপের পারমিশন Allow করুন। 

এরপর আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে।

তখন ক্যামারাটি আরেকটা ফোনের QR Code এর ওপর রাখুন ।

দেখুন সাথে সাথে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড চলে এসেছে।


এবার ওয়াইফাই পাসওয়ার্ড দেখেনিন অথবা কপি করেনিন।

এবার যে ফোনে ওয়াই-ফাই কানেক্ট নেই সেই ফোনের সেটিংসে Network Connection এ ক্লিক করুন।

তারপর ওয়াইফাই এ ক্লিক করুন।

আপনার কাঙ্খিত ওয়াইফাই সিলেক্ট করুন।

এবার পাসওয়ার্ড এ কপি করা বা টাইপ করে পাসওয়ার্ডটি দিয়ে Connect এ ক্লিক করুন।

দেখুন সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে।

আশাকরছি বুঝতে পেরেছেন কিভাবে কানেক্ট থাকা

কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করবো?

প্রথমত আপনার মোবাইলে ওয়াইফাই যে লিস্ট আছে, যেখানে আপনার কানেক্টেড ওয়াইফাই দেখাবে, সেখানে যাবেন।
যাওয়ার পরে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক টাচ করে, প্রেস করে ধরে রাখবেন।

আথবা, আপনি যদি শাওমি রেডমি (MI 6A) মোবাইলটি ইউজ করে থাকে,

তাহলে কানেক্ট করা ওয়াইফাই wifi টি উপর ডাবল টাচ করবেন তারপরে আপনাকে ওয়াইফাই অপশনে নিয়ে যাবে।

তাহলে কানেক্ট করা ওয়াইফাই wifi টি উপর ডাবল টাচ করবেন তারপরে আপনাকে ওয়াইফাই অপশনে নিয়ে যাবে।
     কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন 



    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন
     ওয়াইফাই নেটওয়ার্ক ডাবল টাচ করবেন।


    তারপর নিচে এই রকম অপশন দেখবে।


    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

    এখন (Ip settings) আইপি সেটিংস লেখা সেই আইপি সেটিং থেকে DHCP দেয়া থাকবে সেটা Static  tuch করে নিবেন Static করলে, নিচে অনেকগুলোআইপি IP অ্যাড্রেস আসবে 

    তারমধ্যে Gateway  এই অপশনটা সেখানে যে IP এড্রেস টা থাকবে এটি হচ্ছে আপনার রাউটারের ব্যাক এন্ড লগইন করার অ্যাড্রেস ।

    ( কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড  জানুন )

     কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন






    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন
    gateway ip address copy


    সেই IP এড্রেস টি কপি করুন তারপর আপনার পছন্দের ব্রাউজারের এড্রেস বারে নিয়ে সেখানে 

    ব্রাউজ করুন অথবা IP অ্যাড্রেস সিলেক্ট এর সাথে সাথে open কিংবা ব্রাউজ লেখা আছে সেখানে 

    ক্লিক করলে সরাসরি ওপেন হয়ে যাবে ।

    (বিভিন্ন মোবাইলে এই সেটিংগুলো একটু এলোমেলো হয়ে থাকে, তাই আপনার প্রয়োজন 
    হবে,

    ওয়াফাই সেটিং হতে, Gateway adress বা number যেমনঃ 192.168.16.1  এটা অর্থাৎ 

    আপনার Gateway adress ভিন্ন রকম হবে, সেটা খুজে বের করে ব্রাউজ করতে হবে। তারপর কি করবেন বলছি)
     কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন 

    আপনি দেখতে পারবেন যে রাউটার বা যে কোম্পানির রাউটার ইউজ করা হচ্ছে সে কোম্পানির backand লগিন করার অপশন পেয়ে যাবেন । 

    (কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন  )



    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন
    backand লগিন করার অপশন




    ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়, এখানে একটি ট্রিকস আছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ wifi রাউটার যখন ইউজ করে রাউটারের  ডিফল্ট পাসওয়ার্ড থাকে।

    রাউটারের  ডিফল্ট পাসওয়ার্ড, অনেক ইউজার চেঞ্জ করে না। এই সুযোগটাকে নিয়ে আপনিও ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবে।

    আমার এখানে দেখতে পাচ্ছেন একটি রাউটার। এ রাউটারে ডিফল্ট পাসওয়ার্ড  admin   ইউজার নেম, পাসওয়ার্ড নেম  admin । 


    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

    ওয়াইফাই নেটওয়ার্ক ডাবল টাচ করবেন।

    তারপর নিচে এই রকম অপশন দেখবে।

    এখন (Ip settings) আইপি সেটিংস লেখা সেই আইপি সেটিং থেকে DHCP দেয়া থাকবে সেটা Static tuch করে নিবেন Static করলে, নিচে অনেকগুলোআইপি IP অ্যাড্রেস আসবে

    তারমধ্যে Gateway এই অপশনটা সেখানে যে IP এড্রেস টা থাকবে এটি হচ্ছে আপনার রাউটারের ব্যাক এন্ড লগইন করার অ্যাড্রেস ।

    ( কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন )

    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

    gateway ip address copy

    সেই IP এড্রেস টি কপি করুন তারপর আপনার পছন্দের ব্রাউজারের এড্রেস বারে নিয়ে সেখানে

    ব্রাউজ করুন অথবা IP অ্যাড্রেস সিলেক্ট এর সাথে সাথে open কিংবা ব্রাউজ লেখা আছে সেখানে

    ক্লিক করলে সরাসরি ওপেন হয়ে যাবে ।

    (বিভিন্ন মোবাইলে এই সেটিংগুলো একটু এলোমেলো হয়ে থাকে, তাই আপনার প্রয়োজন
    হবে,

    ওয়াফাই সেটিং হতে, Gateway adress বা number যেমনঃ 192.168.16.1 এটা অর্থাৎ

    আপনার Gateway adress ভিন্ন রকম হবে, সেটা খুজে বের করে ব্রাউজ করতে হবে। তারপর কি করবেন বলছি)
    কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

    আপনি দেখতে পারবেন যে রাউটার বা যে কোম্পানির রাউটার ইউজ করা হচ্ছে সে কোম্পানির backand লগিন করার অপশন পেয়ে যাবেন ।

    (কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন )

    backand লগিন করার অপশন

    ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়, এখানে একটি ট্রিকস আছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ wifi রাউটার যখন ইউজ করে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড থাকে।

    রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড, অনেক ইউজার চেঞ্জ করে না। এই সুযোগটাকে নিয়ে আপনিও ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবে।

    আমার এখানে দেখতে পাচ্ছেন একটি রাউটার। এ রাউটারে ডিফল্ট পাসওয়ার্ড admin ইউজার নেম, পাসওয়ার্ড নেম admin ।

    রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড আপনি যদি না জানেন গুগোল একটু সার্চ করলে পেয়ে যাবেন ।

    রাউটারের নাম লিখে যেমন LB-LINK default Password List এটা যদি লিখেন, তাহলে গুগোল ডিফল্ট পাসওয়ার্ড এ চলে আসবে।

    এটা যদি টেন্ডা হয় তাহলে তাহলে টেন্ডার ডিফল্ট পাসওয়ার্ড লিখ গুগলে সার্চ করলে , ডিফল্ট পাসওয়ার্ড চলে আসবে।

    আমি এখানে user name: admin passowrd: admin দিয়ে লগইন করলাম।

    আমি আমার সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটি দেখালাম না। নিচে network name, and (password) পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন।

    (কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন )

    এখানে আমার ওয়াইফের নাম এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন । কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, যদি কেউ এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে

    তাহলে আর অ্যাক্সেস করতে পারবেন না এবং রিসেন্টলি MI রাউটারগুলো অনেক জনপ্রিয় হচ্ছে ।

    (কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন )

    কিন্তু ওয়াইফাই পাসোয়ার্ড এডমিনের BACKAND পাসওয়ার্ড হয় সেক্ষেত্রে যদি রাউটার MI হয় তাহলে আপনি সেটা বের করতে পারবেন না ।

    ৮০ থেকে ৯০ শতাংশ আপনি এই পদ্ধতিতে কানেক্ট করা WIFI পাসওয়ার্ড বের করতে পারবেন।

    2/ কিভাবে wifi password জানা যায়

    আপনি যদি শাওমি MI মোবাইল ইউস করেন, তাহলে আপনার কাছে কানেক্ট করা wifi পাসওয়ার্ড বের করা পানির মত সহজ।

    তারজন্য আপনার মোবাইলে setting option থেকে, wifi অপশনে টাচ করবেন, এখন কানেক্ট করা ওয়াফাই নামটির উপর ১(একটি) টাচ করবেন।

    টাচ করার পর share wi-fi network নামে Qr code জেনারেট করার জন্য পপ আপ অপশন আসবে যেমন

    share wi-fi network নামে Qr code জেনারেট

    এই পপ আপ অপশন share wi-fi network নামে Qr code জেনারেট করার জন্য, একটি মোবাইলে স্ক্রিন শর্ট নিয়ে নিবেন।

    এই স্ক্রিন শর্টটি Qr code জেনারেটর দিয়ে স্ক্রেন করালে wi-Fi পাসওয়ার্ড পেয়ে জাবেন।

    আপনি যদি MI মোবাইল ইউস করেন তাহলে, আপনার মোবাইলে ডিফল্ড একটি স্কেনার পেয়ে যাবেন, সেটি ওপেন করে, স্ক্রিন শর্টটি সিলেক্ট করে দিবেন যেমনঃ

    mobil scannerওপেন করে, স্ক্রিন শর্টটি সিলেক্ট করে দিবেন

    তাহলে কোডটি স্কেন করে c পেয়ে যাবেন। আপনি চাইলে অন্য কোন স্কিনার কোড জেনারেটর ইউস করতে পারেন।

    প্রথমে আপনার কানেক্ট করা ওয়াফাই পাসওয়ার্ড পাবেন, কিন্তু পাসওয়ার্ড ব্লক আবস্থায় থাকবে যেমন

    ব্লক ওয়াফাই পাসওয়ার্ড পাওয়ার জন্য সিম্পল, password উপর একটি টাচ করলে আপনার কাঙ্খিত wifi passowrd পেয়ে যাবেন। যেমনঃ

    এই ভাবে, কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারবেন।


    Post a Comment

    Let us know how you are feeling about this article by commenting.

    Previous Post Next Post