বিক্রয় ডট কম থেকে পণ্য ক্রয় এবং বিক্রয় কিভাবে করবেন?

বিক্রয় ডট কম


অনলাইনের মাধ্যমে পুরাতন কিংবা নতুন জিনিস ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত আছে; কিন্তু বিক্রয় ডট কম এর নাম শুনেনি এরকম মানুষ আপনি হাতেগোনা কয়েকজন খুঁজে পাবেন না।

কারণ অনলাইনের মাধ্যমে আপনি যদি পুরাতন জিনিসপত্র কেনা বেচা করতে চান; তাহলে বিক্রয় ডট কম আপনার জন্য একটি ভালো সহযোগী।

Bikroy ডট কম ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে যেকোন পুরাতন কিংবা নতুন জিনিসপত্র কিনতে পারেন; কিংবা আপনার পুরাতন জিনিসপত্র বিক্রি করতে পারেন।

আর আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হবে বিক্রয় ডট কম থেকে কিভাবে আপনি যেকোনো পণ্য কিনবেন? তা বিক্রি করবেন।

  • বিক্রয় ডটকমে আপনার পণ্য কিভাবে প্রচার করবেন?Bikroy ডট কম থেকে পণ্য কিভাবে কিনবেন?

বিক্রয় ডট কম আসলে কি?

বিক্রয় ডট কম হল এমন একটি প্ল্যাটফরম যে প্লাটফর্মে প্রতিনিয়ত পুরাতন কিংবা নতুন জিনিসপত্র লেনদেন করা হয়। অর্থাৎ এখানে চাইলে যে কেউ তাদের পণ্যগুলো কেনাবেচা করতে পারে।

এছাড়াও আপনি একদম বিনামূল্যে এখানে আপনার প্রোডাক্ট গুলো প্রমোট করতে পারবেন এবং আপনার আশেপাশে থাকা লোকেশনে যে কোন ব্যক্তি প্রোডাক্ট গুলো কিনতে পারবে।

এছাড়াও আপনি চাইলে খুব সহজেই লোকেশন ট্র্যাক করার মাধ্যমে আপনার আশেপাশে থাকা যে কোন প্রোডাক্ট ক্রয় করে নিতে পারবেন কিংবা বিক্রয় করতে পারবেন।

মূলত এই সমস্ত কাজ করে একদম বিনামূল্যে করার জন্য যে প্ল্যাটফর্ম অনলাইনে বিদ্যমান রয়েছে সেটি হল বিক্রয় ডট কম।

এই প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে যেকোন রকমের পুরাতন কিংবা নতুন প্রোডাক্ট ক্রয় করতে পারবেন; সেই সমস্ত প্রোডাক্ট গুলোর ক্যাটাগরি মধ্যে থেকে কয়েকটি ক্যাটাগরি নিচে দেয়া হল।

  • মোবাইল।
  • ইলেকট্রনিক্স।
  • যানবাহন।
  • প্রপার্টি।
  • খেলাধুলার সামগ্রী।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
  • শিক্ষা, সার্ভিস ইত্যাদি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ কমার জন্য বাংলাদেশে চলমান রয়েছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। কিন্তু নিয়মিত কার্যক্রম সীমিত থাকলেও থেমে নেই মানুষের চাহিদা। আর সেটি পূরণের লক্ষ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম নিয়ে এসেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের স্টোরগুলোর বিক্রেতারা অনলাইনে নিজের স্টোর খুলতে পারবেন কোনো ফি ছাড়াই।

কঠিন এই পরিস্থিতিতে যখন বিভিন্ন এলাকার জেনারেল স্টোরগুলোতে বা অনলাইনে অর্ডার করেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পণ্য ও খাবার, তখন বিক্রয়-এ গ্রাহকরা পাবেন ১৫০ এরও বেশি স্টোর থেকে ৪,০০০ এরও বেশি বিজ্ঞাপনের মধ্য থেকে প্রতিদিনের ব্যবহার্য সামগ্রী কেনার সুযোগ। এতে করে ক্রেতারা যেমন ঘরে বসে তাঁদের নিজ নিজ এলাকার সুপার স্টোর থেকে প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারবেন, অপরদিকে বিক্রেতারাও দোকান বন্ধ থাকলেও নিজের অনলাইন স্টোর খুলে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তাঁদের ব্যবসা এবং সর্বোপরি অর্থনীতির চাকা সচল রাখতে পারবেন।

এই নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে থাকছে খাবার সামগ্রী যেমন চাল, ডাল, তেল, ডিম ইত্যাদি, মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজারের মতো স্বাস্থ্যসেবার পণ্য, ঘর পরিষ্কারের জন্য গৃহস্থালি সামগ্রী, শিশুদের পণ্য যেমন দুধ, ফর্মুলা ডায়াপার ইত্যাদি, তাজা ফল ও সবজি, টাটকা মাছ ও মাংস ইত্যাদি ৭টি সাব-ক্যাটাগরি।

নতুন এই ক্যাটাগরি প্রসঙ্গে বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, ‘দেশের এই সংকটের মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের কথা মাথায় রেখেই আমাদের এই প্রয়াস। ক্লাসিফাইড হিসেবে আমরা দেশব্যাপী বিভিন্ন বিক্রেতাদের সুযোগ করে দিচ্ছি যাতে তাঁরা বিক্রয়-এ ফ্রি-তে শপ খোলার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে পারবেন এবং গ্রাহকরাও তাঁর নিজ নিজ লোকেশন বাছাই করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। ইতোমধ্যেই ১৫০ এরও বেশি মেম্বার আমাদের সাথে যুক্ত হয়েছেন। ক্রেতারা বিক্রেতাদের সাথে যোগাযোগ করে তাঁদের ব্যবহার্য জিনিস নিশ্চিন্তেই পেয়ে যাবেন নিজেদের দোরগোড়ায়। সুতরাং নিরাপদভাবেই কেনা-বেচা হবে বলে আমার বিশ্বাস।”

তবে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, প্যাকেজ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা এবং নগদ অর্থের পরিবর্তে অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করার পরামর্শ দেন তিনি।

Bikroy সম্পর্কে-

Bikroy.com - বাংলাদেশে ইলেকট্রনিকস, গাড়ি, প্রপার্টি এবং চাকরি এখন দেশের অন্যতম চতুর্থ সেরা ব্র্যান্ড যার মাসিক ভিজিটর ৩.৫ মিলিয়নেরও বেশি। Bikroy.com - বাংলাদেশে ইলেকট্রনিকস, গাড়ি, প্রপার্টি এবং চাকরি - এ রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যেকোনো জায়গায় আপনার প্রয়োজনীয় বেচাকেনা সহজ করে দেয়। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, এক কথায় Bikroy.com - বাংলাদেশে ইলেকট্রনিকস, গাড়ি, প্রপার্টি এবং চাকরি - এ আপনি সবকিছুই বেচাকেনা করতে পারেন। যানবাহন, প্রপার্টি, চাকরি এবং ইলেক্ট্রনিক্স-এর বিশেষ সমাহার ছাড়াও Bikroy.com - বাংলাদেশে ইলেকট্রনিকস, গাড়ি, প্রপার্টি এবং চাকরি - এ আছে আরও ৫০টি ভিন্ন ক্যাটাগরি। Bikroy এর আরেকটি সংযোজন হচ্ছে Bikroy Deals বা Buy Now. এটি মূলত একটি ই-কমার্স সেকশন যা ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শতভাগ নিরাপত্তার সাথে ক্রেতাদের নিকট পৌঁছে দেয়ার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মূল্যবান সময় বাঁচায়। দেশজুড়ে লাখো ক্রেতা-বিক্রেতা আর হাজারো ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে যুক্ত হয়ে Bikroy.com - বাংলাদেশে ইলেকট্রনিকস, গাড়ি, প্রপার্টি এবং চাকরি বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেসে পরিণত হয়েছে।

বিক্রয় ডটকমে আপনার পণ্য কিভাবে প্রচার করবেন?

আপনি চাইলে খুব সহজেই বিক্রয় ডট কম এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার যেকোন পুরাতন কিংবা নতুন প্রোডাক্ট প্রচার করতে পারবেন।

এতে করে কেউ যদি আপনার ওই প্রোডাক্ট নেয়ার মত ইচ্ছা পোষণ করে কিংবা কারো দরকার এ আপনার ওই প্রোডাক্ট আছে তাহলে সেটি ওই ব্যক্তি কিনে নিতে পারবে।

তবে এই প্লাটফর্ম থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়। আপনি যার প্রোডাক্ট ক্রয় করবেন তার সাথে সরোজমিনে দেখা করে এটি কিনতে পারবেন।

এছাড়াও যদি আপনার পুরাতন প্রোডাক্ট বিক্রয় করেন তা হলেও একই রীতি অনুসরণ করা হবে। আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন এবং আপনার সাথে ওই বায়ার কন্টাক্ট করবে।

তাহলে আর দেরি না করে এখনি দেখে নিন কিভাবে খুব সহজেই বিক্রয় ডট কম এ আপনার প্রোডাক্ট প্রচার করবেন? এবং এটি বিক্রি করার মত একটি রাস্তা বের করবেন।

এসমস্ত কাজগুলো করার জন্য আপনাকে প্রথমে বিক্রয় ডট কম এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেয়া হল।

https://bikroy.com/bn

যখনই আপনি উল্লেখিত লিংকে ভিজিট করবেন; তখন আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, সেখান থেকে “আপনার বিজ্ঞাপন দিন” এই বাটনে ক্লিক করতে হবে।

বিক্রয় ডট কম

যখনই আপনি এই বাটনে ক্লিক করবেন তখন আপনাকে বিক্রয় ডট কম ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অন্যথায় আপনি আপনার প্রোডাক্ট প্রচার করতে পারবেন না।

আপনি চাইলে দুইটি ভিন্ন উপায়ে এই প্লাটফর্ম একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ফেসবুক এবং আপনার জিমেইল একাউন্টের মাধ্যমে আপনি সহজেই একাউন্ট তৈরি করবেন।

আপনি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান; তাহলে আপনাকে পেইজটিকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এবং তারপরে ক্লিক করতে হবে “সাইন আপ করুন” বাটনে।

বিক্রয় ডট কম

ফেসবুক একাউন্টের মাধ্যমে আপনি যদি বিক্রয় ডটকমে কানেক্টেড হতে চান; তাহলে উপরে উল্লেখিত “ফেসবুকের সাথে চলুক” বাটনে ক্লিক করতে হবে।

তাহলে এই পেইজটি আপনাকে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে লগ-ইন করার পেইজে রি-ডাইরেক্ট করে নেবে। এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলেই অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হয়ে যাবে।

তবে আপনি যদি ইমেইল একাউন্টের মাধ্যমে সাইনআপ করতে চান তাহলে নিচে যে “ইমেইল ব্যবহার করে সাইন আপ” নামের বাটন রয়েছে তাতে ক্লিক করতে হবে।

সাইন আপ

অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পেইজ ওপেন হবে; যেখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সঠিক তথ্য দিতে হবে।

যখনই আপনি পরবর্তী পেজে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দিয়ে দিবেন তখন “সাইনআপ” নামের বাটনে ক্লিক করে একাউন্ট তৈরি সম্পন্ন করে নিতে হবে।

যখনই আপনি আপনার সমস্ত ইনফরমেশন গুলো দেয়ার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন; তখন বিক্রয় ডট কম আপনাকে অন্য আরেকটি পেজে অটোমেটিকলি রি-ডাইরেক্ট করে নিবে।

এবার আপনি যেহেতু আপনার প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে চান; তাই “কোন একটি পণ্য বিক্রি করুন” নামের বাটন রয়েছে তাতে ক্লিক করতে হবে।

এবং এতে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে; যেখানে আপনাকে আপনার পণ্য রিলেটেড ক্যাটাগরি বেছে নিতে হবে।

আপনি যদি ইলেকট্রনিক পণ্য বিক্রি করতে চান; তাহলে ইলেকট্রনিক নামের ক্যাটাগরি সিলেক্ট করে নিন।

এবার আপনার ওই ক্যাটাগরির সাথে সামঞ্জস্যপূর্ণ যে সাব-ক্যাটাগরি রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে।

যদি ইলেকট্রনিক ক্যাটাগরি সিলেক্ট করেন; তাহলে আপনাকে ইলেকট্রনিক প্রোডাক্ট গুলোর মধ্যে কোনটি বিক্রি করবেন সেটি সিলেক্ট করে নিতে হবে।

এর পরবর্তী page আপনাকে আপনার বিভাগ সিলেক্ট করে নিতে হবে। এতে করে আপনার আশেপাশের লোকেশন এ থাকা যে কেউ প্রোডাক্ট সার্চ করে নিতে পারবেন।

বিভাগ সিলেক্ট করে নেয়ার পরে; ওই বিভাগের মধ্যে থাকা একটি এলাকা সিলেক্ট করে নিতে হবে; যাতে করে আপনার প্রোডাক্ট যে কেউ আরো সহজেই পেতে পারে।

সমস্ত বিষয় গুলো ঠান্ডা মাথায় সিলেক্ট করার পরে; এবার আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন সেই প্রোডাক্ট এর ডিটেলস দেয়ার পেইজে আপনি পৌঁছে যেতে পারবেন।

যে প্রোডাক্ট বিক্রি করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অবশ্যই বিস্তারিত তথ্য দিয়ে দিতে হবে; এবং এই তথ্যগুলো দ্বারা যেকারো আকর্ষণ আদায় করে নিতে হবে।

এই পেইজটি মূলত পুরোপুরি বাংলায় লেখা রয়েছে; যাতে করে আপনি লেখাগুলো পড়ে খুব সহজেই বুঝে নিতে পারবেন, কোন বক্সে আসলে কি দিতে হবে।

কন্ডিশনঃ এই অপশনটির মধ্যে আপনি দুইটি ক্যাটাগরি পাবেন; আপনার পণ্যটি যদি ব্যবহৃত হয় তাহলে ব্যবহৃত সিলেক্ট করে নিন এবং নতুন হলে নতুন সিলেক্ট করে নিন।

বিজ্ঞাপন শিরোনামঃ এখানে আপনাকে আপনার পণ্যের একটি শিরোনাম দিতে হবে অর্থাৎ আপনি কি বিক্রি করতে চান সেটি এই বক্সটিতে লিখে দিবেন।

বিবরণঃ আপনার পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে করে দিবেন। আপনার প্রোডাক্ট এর মধ্যে কি আকর্ষণীয় বিষয় বস্তু রয়েছে এবং কি কি সমস্যা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আবশ্যক।

মূল্য (৳): আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চান সেই প্রোডাক্ট আপনি কত টাকায় বিক্রি করবেন সেটি এখানে মেনশন করে দিন।

এছাড়াও আলোচনা সাপেক্ষে প্রোডাক্ট বিক্রি করার ইচ্ছা থাকলে “আলোচনা সাপেক্ষে” অপশনটি সিলেক্ট করে নিন।

ছবি যোগ করুনঃ এখানে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করতে চান সেই প্রোডাক্ট এর ভালো পাঁচটি ছবি যুক্ত করে নিন। এতে করে যে কেউ এটি পূর্বে থেকে দেখে নিতে পারে।

ফোন নাম্বার যোগ করুনঃ যে কোনো ক্রেতা যাতে আপনার সাথে খুব সহজেই কানেক্টেড হতে পারে; সেজন্য আপনাকে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে।

এবং সমস্ত রকমের ইনফরমেশন দেয়া শেষ হয়ে গেলে পরিশেষে “বিজ্ঞাপন পোস্ট করুন” এই বাটনে ক্লিক করে আপনার প্রোডাক্ট প্রচার করে দিতে হবে।

বিজ্ঞাপন পোস্ট করুন

আর এভাবেই আপনি খুব সহজে বিক্রয় ডট কম ব্যবহার করে আপনার যেকোন পুরাতন কিংবা নতুন পণ্য বিক্রয় করে দিতে পারবেন।

Bikroy ডট কম থেকে পণ্য কিভাবে কিনবেন?

আপনি যদি বিক্রয় ডট কম থেকে যেকোনো পণ্য কিনতে চান; তাহলে আপনাকে পুনরায় বিক্রয় ডট কম এর যে ওয়েবসাইট রয়েছে তাতে ভিজিট করতে হবে।

যখনই আপনি বিক্রয় ডটকমে বাংলাদেশি যে ওয়েবসাইট রয়েছে তাতে ভিজিট করবেন; তখন এখানে অনেকগুলো পণ্য ক্যাটাগরি দেখতে পারবেন।

এবার আপনি যে প্রোডাক্ট কয় করতে চান; ওই প্রোডাক্ট রিলেটেড যে ক্যাটাগরি রয়েছে সেটি সিলেক্ট করে নিবেন।

বিক্রয় ডট কম

যখনই আপনি আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন; তখন ওই ক্যাটাগরি রিলেটেড অনেকগুলো প্রডাক্ট দেখতে পারবেন।

আপনি যদি আপনার আশেপাশে লোকেশনে থাকা কোন প্রোডাক্ট কয় করতে চান; তাহলে আপনার আশেপাশে যে কোন একটি লোকেশন সিলেক্ট করে নিন।

লোকেশন সিলেক্ট করার জন্য “অবস্থান” নামের যে বাটন রয়েছে তাতে ক্লিক করুন। তাহলে পরবর্তী পেজে আপনি আপনার কাঙ্খিত লোকেশন পেয়ে যাবেন।

বিক্রয় ডট কম

আর উপরে উল্লেখিত পন্থা অনুসরন করে খুব সহজেই আপনি আপনার পছন্দের যে কোন প্রোডাক্ট বিক্রয় ডট কম থেকে ক্রয় করে নিতে পারবেন।

আশাকরি বিক্রয় ডট কম থেকে কিভাবে কোন পণ্য ক্রয় করতে হয় এবং কিভাবে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন দিবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পেরেছেন।

বিক্রয়.কম থেকে আয় করা যায়! এরকম কিছু হয়তো আমরা ভাবিনি কখনো। কারণ, আমরা সবাই জানি যে এটি একটি বিজ্ঞাপনী প্লাটফর্ম। এখানে ফ্রি কিংবা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিয়ে মানুষ পুরনো কিংবা নতুন পণ্য ক্রয়-বিক্রয় থাকে। তাই, এখান থেকে আয় করার কথা না ভাবাটাই স্বাভাবিক।

আপনি যদি ইতিমধ্যেই বিক্রয় ডট কমে কিছু ক্রয়-বিক্রয় করে থাকেন তবে আপনি ইতমধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে খুলে ফেলুন এক্ষুণি।

আজকের লেখার টাইটেল দেখে আপনি হয়তো অবাক অবাক হচ্ছেন অথবা এখনো বিশ্বাস করতে পারছেন না। কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন, আপনি চাইলে অবশ্যই Bikroy.com - বাংলাদেশে ইলেকট্রনিকস, গাড়ি, প্রপার্টি এবং চাকরি থেকে আয় করা সম্ভব। এজন্যে আপনাকে একটি ট্রিকস অ্যাপ্লাই করতে হবে। তো চলুন ঝটপট জেনে নেয়া যাক ট্রিকসটি।

বিক্রয়.কম থেকে আয় করার উপায়

বিক্রয় ডট কমে প্রতিদিন শত শত বিজ্ঞাপন পোস্ট করা হয়। কেউ তার পুরনো ল্যাপটপ বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। আবার কেউ তার পুরনো কিংবা সদ্য কেনা স্মার্টফোন বিক্রি করার জন্যে বিজ্ঞাপন দেয়। কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে হাজারো রকমের জিনিস-পত্র বিক্রির জন্যে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেয়া হয়।


আপনি প্রথমে এইসব বিজ্ঞাপন ভালোভাবে দেখে নিবেন। তারপর সেগুলো ভালো করে যাছাই বাছাই করে পণ্য কিনবেন। এরপর পণ্যগুলো পুনরায় বিক্রি করবেন। আর সেখান থেকে আয় করতে পারবেন।

আয় করার জন্যে আপ্নি সব সময়ই হবে ভাল মানের পণ্য বাছাই করবেন এবং সেগুলো সবচেয়ে কম দামে কেনার চেষ্টা করবেন। করা। আপনি যত কম দামে কিনতে পারবেন, আপনার আয়ের সম্ভাবনা তত বেশি হবে।

যে ধরণের পণ্য কিনবেন?

যে পণ্যগুলো সবচেয়ে বেশি চলমান সে পণ্যগুলো কেনার চেষ্টা করুন। অর্থাৎ, যে ধরণের পণ্যের চাহিদা সবচেয়ে বেশি সেগুলো কিনুন। যেমন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পণ্য হচ্ছে স্মার্টফোন। ফলে, বিক্রয় ডট কমের পণ্যের শ্রেণী বিভাগের প্রথমেই এটিকে রাখা হয়েছে ।এরপর, রয়েছে ইলেকট্রোনিক্স, প্রোপার্টি, হোম এবং লিভিং, ফ্যাশন, স্বাস্থ্য, ও বিউটি প্রোডাক্টস্ সহ আরো হাজার হাজার পণ্য। তবে শুরুর দিকে সব ধরণের পণ্য না কেনাই ভাল। প্রথমে অল্প কিছু পণ্য বাছাই করুন আর সেগুলোই কিনে নিয়ে আবার বিক্রি করুন।

কি দামে কিনবেন আর কি দামে বিক্রি করবেন?

আপনি একটি পণ্য যে দামে কিনবেন, নিশ্চয়ই সেটি আবার সেই একই দামে বিক্রি করবেন না। কারণ, আপনাকে লাভ করতে হবে। সুতরাং, যত টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে, তত টাকাতেই বিক্রি করবেন।

বিক্রয় ডট কমে বিক্রেতারা প্রতিটি পণ্যের মূল্য নিজেরাই নির্ধারণ করে থাকেন। যারা বিক্রয় ডট কমের মাধ্যমে ব্যবসা করছেন, তাই তারা সাধারণত একটু উচ্চ মূল্যই নির্ধারণ করে থাকেন। কাজেই, তাদের পণ্য না কিনে লোকাল মার্কেট থেকে অথবা সাধারণ কোনও বিক্রেতার পণ্য কিনতে চেষ্টা করবেন ।

উদাহরণ স্বরূপ, একজন একটি স্মার্টফোন বিক্রি করতে চায় যেটা বিদেশ থেকে কেউ তার জন্যে পাঠিয়েছেন। এখন তিনি তার পুরনো স্মার্টফোনটি বিক্রি করে দিতে চাচ্ছে এজন্য তিনি বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিয়েছেন। তাহলে আপনার উচিৎ হবে তার কাছ থেকে কেনা। কারণ,এখানে তিনি ব্যবসার চিন্তা করছেন না। তাই তিনি নির্ধারিত মূল্যের চেয়েও কিছু কম মূল্যে আপনার কাছে তার স্মার্টফোনটি বিক্রি করে দিতে পারেন।

পণ্য কেনায় যেমন আপনাকে বিচক্ষণ হতে হবে, পণ্য বিক্রিতেও আপনাকে বিচক্ষণ হতে হবে তা না হলে বিক্রয়.কম থেকে আয় করা কঠিন হয়ে যাবে।

বিক্রি করবেন যেভাবে

১। আপনার ফ্রেন্ড সার্কেলে বা মহল্লার দোকানে।

২। আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা বিভিন্ন ফেসবকু পেজ ও গ্রুপের মাধ্যমে বিক্রি করতে পারেন । এটি ফেসবুক পেজ থেক আয় করার অন্যতম একটি উপায়।

৩। বিক্রয় ডটকম, আপনার কেনা পণ্য বিক্রি জন্য আপনি আবার বিক্রয় ডটকমেই বিজ্ঞাপন দিতে পারেন। তবে, সেক্ষেত্রে আপনাকে পূর্বে আপনার কেনা পণ্যটির যে বর্ণনা ছিল, সেটাকে কিছুটা পরিবর্তণ করে দিতে হবে। ভাষাগত পরিবর্তন না করলে সেটি ডুপ্লিকেট হয়ে যাবে।

৪। বিক্রয় ডটকম ছাড়া অন্যান্য মার্কেট প্লেসে। এটি বিক্রয় ডট কমে বিক্রি করার চেয়ে ভালো। এক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আবার নতুন ক্রেতা পাওয়ার সম্ভাবনাও বেশি।

আপনারা এই ট্রিকসটি অন্যান্য মার্কেট প্লেসেও প্রয়োগ করতে পারেন। এভাবে আপনি যেকোনো ক্রয় বিক্রয় ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন। বর্তমান প্রযুক্তির যুগে একটু আপডেট থাকলেই আপনার সামনের অনেক দরজা খুলে যাবে। তাই হতাশা নয় ধৈর্য ধরে লেগে থাকুন। সফল হবেন ইনশা আল্লাহ। আশা করি লেখাটি আপনাদের কাজে আসবে।

কনটেন্ট রাইটার খুঁজছে বিক্রয় ডট কম

কনটেন্ট রাইটার খুঁজছে দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম।

সৃজনশীল এবং কপিরাইটিংয়ে আগ্রহীরা কনটেন্ট রাইটার হিসেবে আবেদন করতে পারবেন। তবে ওয়েব পেইজ কনটেন্ট, ব্লগ পোস্ট, অনলাইন মার্কেটিং ক্রিয়েটিভ তৈরিতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে পারদর্শীতা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল অ্যানালিটিক্স, ওয়েব ইউজেবিলিটি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডস সম্পর্কে ধারণা থাকতে হবে।

কনটেন্ট রাইটারদের ফুল টাইম কাজ করতে হবে। তৈরি করতে হবে বিভিন্ন টপিকে এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট, স্যোশাল মিডিয়া কনটেন্ট, সেলস লেটার, ইমেইল মার্কেটিং কপি ও ব্রশিওর।

আগ্রহীদের কভার লেটারসহ রেজুমে ইমেইল করতে হবে career@bikroy.com ঠিকানায়। ইমেইলে ইতিপূর্বে প্রকাশিত লেখা ও সংশ্লিষ্ট কাজের লিংক এবং সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

Post a Comment

Let us know how you are feeling about this article by commenting.

Previous Post Next Post