মোবাইলে অরজিনাল VidMate app ডাউনলোড করুন।
ভিটমেট অ্যাপ ডাউনলোড: ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেই youtube থেকে ভিডিও ডাউনলোড করতে পছন্দ করে,আর VidMate সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। youtube থেকে ভিডিও ডাউনলোড করার সহজ মাধ্যম VidMate।কিছু বন্ধু প্রশ্ন করেছে,আমি ভিটমেট ডাউনলোড করতে চাই,কিভাবে সেটা সম্ভব? তাই, সেই সব বন্ধুদের উদ্যেশে আজ কিভাবে সহজে অরজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করবেন সেটাই জানবো ।
VidMate
সাধরণত বেশিরভাগ এন্ড্রোইড apps আপনি প্লেস্টোরে পেয়েযান।তবে ভিটমেট এর মতো youtube ডাউনলোডার app গুলি প্লেস্টোরে পাবেন না।
কারণ এটি গুগলের পালসিকে লঙ্গন করে।প্লেস্টোর এরমধ্যে বহু duplicate VidMate অ্যাপ আছে,সেগুলি ভুলেও ডাউনলোড করবেন না।
প্লেস্টোর ছড়া মোবাইলে কিভাবে ভিটমেট অ্যাপস ডাউনলোড করবেন সেটি নিচে স্ক্রিন শর্ট সহ আলোচনা করবো –
ডাউনলোড এর সুবিধা
আনলিমিটেড পূর্ণ মুভি ডাউনলোড পড়তে পারবেন | আপডেট চলচ্চিত্র ডাউনলোড করতে পারবেন অর্থাৎ যে চলচ্চিত্রটি সম্প্রতি মুক্তি পেয়েছে সেই চলচ্চিত্রটি আপনি ভিডমেট অ্যাপসটির মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন |সব থেকে জনপ্রিয় গানগুলো
অ্যাপস
ডাউনলোড করে নিতে পারবেন |
এইচডি ভিডিও অডিও গান ডাউনলোড করতে পারবেন | হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, বাংলা, পাঞ্জাবি, কান্নাদা এবং আরও অনেক ভাষায় কভার সঙ্গীত আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই পাওয়া যায় |
এইচডি ভিডিও ডাউনলোড পনি শত শত ভিডিও সাইট থেকে অনুসন্ধান করতে, দেখতে, ডাউনলোড করতে পারেন | জনপ্রিয় ওয়েবসাইট গুলো থেকে আপনি গান ডাউনলোড করতে পারবেন এগুলো হলো: ইউটিউব, ফেসবুক, ভিমিও, ডেইলিমোশন, মেটাক্যাফ, ব্রেক, ফানি বা ডাই, এনডিটিভি, পাগলওয়ার্ড, এমপিএমোমোমোলোমোভিজ এবং অন্যান্য স্থানীয় হট সাইটগুলি| এছাড়াও ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খেলার হাইলাইটস এর মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন |
প্রস্তাবিত টিভি শো- আপনি চ্যানেল ভি, কালার্স ভি, এসএবি টিভি, সাহারা ওয়ান, সনি টিভি, স্টার প্লাস, স্টার ওয়ার্ল্ড, জি টিভি থেকে বিখ্যাত টিভি শো ডাউনলোড করতে পারেন।
উন্নত ডাউনলোড প্রযুক্তি – একাধিক ডাউনলোড- পটভূমি ডাউনলোড- ডাউনলোড পুনঃসূচনা- ডাউনলোডের স্থিতিশীলতা
লাইভ টিভি চ্যানেলগুলি কাজ করে – সিনেমা, সঙ্গীত, ফ্যাশন, সংবাদ, বিনোদন, ক্রীড়া এবং অন্যান্য অনেক ধরণের চ্যানেলগুলি জুড়ে 200 টি সরাসরি টিভি সংগ্রহ করুন।
https://apkpure.com/vidmate-downloader-hd-live-tv/com.nemo.vidmate
কিভাবে অরজিনাল ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করব ?
ভিটমেট অ্যাপস টি 14.1 এমবি মেগাবাইট এর অ্যাপস সরাসরি ভিটমেট সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন | তাহলে আপনাকে এপিকেপুরর সাইট নিয়ে যাওয়া হবে এবং ওইখান থেকে ডাউনলোড এপিকে ক্লিক করুন | এবং আপনার ফোনের কোন পারমিশন চাইলে সেটি ওকে করে দিন | u003cbru003e
কিভাবে ভিটমেট অ্যাপস ডাউনলোড করব
ভিটমেট অ্যাপস টি 14.1 এমবি মেগাবাইট এর অ্যাপস সরাসরি ভিটমেট সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন তাহলে আপনাকে এপিকেপুরর সাইট নিয়ে যাওয়া হবে এবং ওইখান থেকে ডাউনলোড এপিকে ক্লিক করুন এবং আপনার ফোনের কোন পারমিশন চাইলে সেটি ওকে করে দিন |
এই পোস্টটি আপনার কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান | এরকম নিত্য নতুন সব ধরনের অ্যাপস, সফটওয়্যার , গেম পাওয়ার জন্য পাশে থাকা এসএমএস বক্সে মেসেঞ্জারে মত আমাদেরকে একটি এসএমএস পাঠান আমরা আপনাকে আপডেটগুলো সরবরাহ করব | এবং কোন বিষয়ের উপর আপনি আমাদের থেকে সাহায্য নিতে চান সেটা আমাদেরকে জানান |
ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করব
Vidmate apk ডাউনলোড অ্যাপস টি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় |আপনি এই অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি এই ওয়েবসাইটে দেওয়া লিংকটিতে ক্লিক করুন | লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে অরিজিনাল ভিটমেট সফটওয়্যার নিয়ে যাওয়া হবে| আপনি এরপর এই অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন এবং ইন্সটল করে ভিডমেটে যত সুবিধা রয়েছে সেই সুবিধা গুলো উপভোগ করতে পারবেন | এছাড়াও vidmate-এর আরো অনেকগুলো জনপ্রিয় সুবিধা রয়েছে| আপনি ভিটমেট ডাউনলোড করে এসে সুবিধাগুলো পাবেন সম্পূর্ণ সুবিধা পাওয়ার জন্য এই পোস্টটি পড়তে থাকুন | ভিডমেট ডাউনলোডার অ্যাপস বর্তমানে আর কোন কেমন ভাবে নেই |
ভিটমেট ডাউনলোড করব
আপনি টিউবমেট অ্যাপস ব্যবহার করে আরো জনপ্রিয় সুবিধাগুলো পেতে পারেন | টিউবমেট এবং ভিটমেট প্রায় একই ক্যাটাগরির সফটওয়্যার | টিউবমেট অ্যাপস ডাউনলোড এর মাধ্যমে আপনি ভিটমেট এর মত ইউটিউব থেকে গান ডাউনলোড এবং আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন | তবে টিউবমেট এবং ভিটমেট দুটি একরকমের হলেও ভিটমেট ব্যবহার করা অনেকটা সহজে | যারা একটু হাইলেবেলের ভিডিও বা অডিও ডাউনলোড করার জন্য ব্যবহার করতে চান তাদের জন্য টিউবমেট ব্যবহার করা ভালো |
ভিটমেট অ্যাপস ডাউনলোড করতে চাই
এই পোস্টটি থেকে খুব সহজেই ভিটমেট সফটওয়্যার এবং অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন | ডাউনলোড করা খুবই সহজ | আমি ডাউনলোড করার জন্য কয়েকটি লিংক এই পোষ্টের সাথে অন্তর্ভুক্ত করেছি | আপনি উক্ত লিংকে ক্লিক করার পরে আপনি একটু ওয়েবসাইটে চলে যাবেন | সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি ভিটমেট অ্যাপস ডাউনলোড করতে পারবেন | যারা ভিটমেট অ্যাপস ডাউনলোড করতে চাই তাদের জন্য এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং লিংকে ক্লিক করুন এবং সফটওয়্যারটি ডাউনলোড করুন |
জানুন কিভাবে ভিটমেট অ্যাপ ডাউনলোড করবেন-
আশাকরি,আপনাদের সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল মজুত রয়েছে।এবার এই ফোনের ব্রাউজার থেকে কিভাবে VidMate অ্যাপ ডাউনলোড করবেন সেটাই নিচে আলোচনা করবো।
তবে এখানে আরেকটা কথা বলেদি,আপনাদের যাদের শাওমি মোবাইল আছে তাদের ব্রাউজার ওপেন করার দরকার নেই।
শাওমি মোবাইল থেকে ভিটমেট app ডাউনলোড করা খুব সহজ। কারণ এখানে mi অ্যাপ স্টোর থেকে ডাইরেক্ট ভিটমেট app পেয়ে যাবেন।
যেহেতু ভারত ও বাংলাদেশে খুব বেশি শাওমি মোবাইল ব্যবহার হয় তাই,প্রথমে আমরা শাওমি ডিভাইস থেকে যেভাবে ভিটমেট ডাউনলোড করবেন সেটা দেখাবো।
তারপর অন্যান্য মোবাইলের মধ্যে ভিটমেট app ডাউনলোড করার মধ্যম জেনেনেব।
তাই, আপনার যদি শাওমি এর ডিভাইস থাকে তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন।আর অন্য ডিভাইস হলে নিচে স্ক্রল করে এই স্টেপটি স্কিপ করুন।
শাওমি মোবাইলে ভিটমেট ডাউনলোড করতে চাই ?
আশাকরি আপনাদের সবার কাছে শাওমি মোবাইলের লেটেস্ট MIUI (11 বা তার বেশি) ভার্সন আপডেট রয়েছে। যদি লেটেস্ট ভার্সন আপডেট না থাকে তাহলে আপডেট করে নিন।
প্রথম স্টেপ – শাওমি মোবাইলে থেকে Get Apps অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।(এই অপ্প্লিকেশন এর সাহায্যে ২ মিনিটে প্লে স্টোরের মত যে কোনো app ডাউনলোড করতে পারবেন)
*Note – যদি এই অ্যাপ্লিকেশনটি শাওমি মোবাইলে না দেখতে পান,তাহলে এই পদ্ধতিতে ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।তাই আপনি এই স্টেপ টি স্কিপ করুন এবং নিচে স্ক্রল করে ব্রাউজার থেকে ভিটমেট ডাউনলোড করার পদ্ধতি টি ফলো করুন।
দ্বিতীয় স্টেপ- গেট অ্যাপস ওপেন হলে সেখানে উপরের সার্চ বার দেখতে পাবেন, ওখানে ভিটমেট লিখুন।ঠিক যেভাবে প্লে স্টোরে অ্যাপ খুঁজতে তার নাম লিখে সার্চ করেন এখানে ও VidMate লিখে সার্চ করুন।
তৃতীয় স্টেপ –এবার প্রথম রেজাল্ট এ vitmate app টি ওপেন করুন। নিচের গেট এ টাচ করে ১৫ mb র এই অ্যাপটি শাওমি ডিভাইস এ ইন্সটল করেনিন। আপনার মোবাইলে ভিটমেট app ইনস্টল হয়ে যাবে।
এতো তো গেলো শাওমি ডিভাইস এ ভিটমেট ইনস্টল।এবার নিচে জানুন অন্যান্য কোম্পনি ফোনে যেভাবে ভিটমেট ইনস্টল করবেন।
যে কোনো ফোন যেভাবে ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করবেন ?
আপনার মোবাইলে ব্রাউজার দিয়ে কিভাবে Official Site থেকে অ্যাপটি ডাউনলোড করবেন সেটা দেখবো ।নিচে আমার দেখানো ২টি ছোট্ট স্টেপ ফলো করে অ্যাপটি মোবাইলে ডাউনলোড করেনিন।
প্রথম স্টেপ – নিজের এন্ড্রোইড ফোনে যেকোনো ব্রাউসার ওপেন করুন (যেমন Google Chrome).তারপর সেখানে “VidMate - Free Download Youtube Whatsapp Videos”লিখে সার্চ করুন।
অথবা মোবাইল থেকে vidmateapp.com এই লিংক এ ক্লিক করে Official Site টি ওপেন করুন।
দ্বিতীয় স্টেপ – অফিসিয়াল VidMate সাইট ওপেন হলে, লাল রঙের লেখা আছে Offical download ওখানে ক্লিক করে apk ফাইল ডাউনলোড করুন।
১৫ mb র apk ফাইল ডাউনলোড হলে সেটি মোবাইলে ইনস্টল করে নিন।
Note- আপনি মোবাইলে যদি প্রথম বার প্লেস্টোর ছড়া অন্য কোথাও থেকে app ইনস্টল করছেন ,তাহলে আপনার মোবাইলে Privacy এর জন্য by default unknown sources off থাকে।
তারফলে কোনো apk ফাইল (এককথায় app) সেই মোবাইলে ইনস্টল হবে না। তাই যেকোনো apk ফাইল ইনস্টল করতে হলে setting এ গিয়ে unknown sources allow করতে হয়।
যেমন – শাওমি ডিভাইস এ allow করতে হলে settengs>Additional settings>Privacy>Unnknown sources করুন।আপনার নিজের ডিভাইস এ কিভাবে allow করবেন সেটা গুগল বা youtube থেকে দেখেনিন।
শেষ কথা,
ফ্রেন্ডস, উপরে দেখানো পদ্ধতি দ্বারা আপনার সহজে ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন।এছাড়া youtube থেকে ভিডিও ডাউনলোড করার আরো অনেক পদ্ধতি আছে।
এন্ড্রয়েড মোবাইল দিয়ে অডিও ভিডিও গান ডাউনলোড করার জন্য ভিটমেট সফটওয়্যার হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি মোবাইল সফটওয়্যার। ভিটমেট অ্যাপস এর প্রচুর পরিমানে নকল ভার্সন থাকার কারনে আসল ভিটমেট ডাউনলোড করতে চাইলে সেটি ইন্টারনেটে খোঁজে পাওয়া সম্ভব হয় না।
আপনি যদি গুগলে ভিটমেট ডাউনলোড করতে চাই লিখে সার্চ করেন, তাহলে হাজার হাজার ভিটমেট অ্যাপ পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল ভিটমেট অ্যাপ খোঁজে পাওয়া মুশকিল হবে। আসলে ভিডমেট দিয়ে যে কোন ধরনের ভিডিও শেয়ারিং সাইট হতে সহজে অডিও ভিডিও ডাউনলোড করা যায় বিধায় সবাই ভিটমেট ডাউনলোড করতে চাই।
VidMate এন্ড্রয়েড মোবাইল এর জন্য সেরা ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ্লিকেশন। Vidmate অ্যাপ্লিকেশন দিয়ে আপনি YouTube, Facebook, Instagram, WhatsApp স্ট্যাটাস এবং আরো বিভিন্ন ধরনের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হতে ভিডিও ডাউনলোড করতে পারেন।
মূলত YouTube থেকে ভিডিও ডাউনলোড করার অনুমোদন Google দেয়নি বিধায় এখনো ভিটমেট সফটওয়্যার Google Play Store হতে ডাউনলোড করা যায় না। ভিটমেট ডাউনলোড করতে চাইলে আপনাকে গুগলে সার্চ করে ভিটমেট এর অফিসিয়াল সাইট হতে ভিটমেট অ্যাপস সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে।
ভিটমেট কি?
ভিটমেট বা ভিডমেট হল মাল্টিমিডিয়া পোর্টাল যেমন- Facebook, Vimeo, Dailymotion, YouTube, Instagram, FunnyorDie, Vine, Tumblr, Soundcloud, Metacafe এবং অন্যান্য অনেক স্ট্রিমিং সাইট থেকে ভিডিও এর জন্য একটি শক্তিশালী ডাউনলোডার। এটি ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য অনেক দেশের সেরা ভিডিও ডাউনলোডার হিসেবে সবচেয়ে জনপ্রিয় মোবাইল সফটওয়্যার।
ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করব কিভাবে?
আপাতত আপনি একটি বিষয় নিশ্চিত থাকেন যে, গুগল প্লে-ষ্টোরে ভিটমেট সফটওয়্যার এর অনুমতি না থাকায় প্লে-স্টোর থেকে আপনি ভিটমেট অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করতে হলে সরাসরি ভিটমেট এর অফিসিয়াল ওয়েবসাইট হতে ভিটমেট ডাউনলোড করতে হবে।
তাছাড়া চায়না ব্রান্ডের মোবাইল সহ শাওমি ও স্যামসাং মোবাইলের ব্যক্তিগতে স্টোরেও ভিটমেট অ্যাপস সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু সেগুলোতেও এত বেশি পরিমানে নকল সফটওয়্যার ভিটমেট রয়েছে, যেগুলোর মধ্য হতে অরিজিনাল ভিটমেট সফটওয়্যার বাছাই করা সম্ভব হয় না।
সেই হিসেবে আমার মতে আপনি কোনো ধরনের স্টোর হতে ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা না করে, সরাসরি আমাদের এই পোস্টে দেওয়া ডাউনলোড লিংক হতে ভিটমেট অ্যাপটি ডাউনলোড করে নিলে নকল ভিটমেট সফটওয়্যার হওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না।
কিভাবে অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করব?
আপনি দুটি উপায় অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। প্রথমত আমাদের প্রদত্ত লিংক হতে অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ২০২০ ভার্সনটি ডাউনলোড করতে পারেন। অথবা গুগলে সার্চ করেও অরজিনাল ভিটমেট ডাউনলোড করে নিতে পারবেন।
এগুলো আপনার প্রয়োজন হতে পারে—
তবে যেভাবে ভিটমেট ডাউনলোড করার চেষ্টা করুন না কেন, আসল ভিটমেট ডাউনলোড করতে হলে অবশ্যই ভিটমেট এর অফিসিয়াল সাইট ব্যবহার করতে হবে। ভিটমেট এর অফিসিয়াল সাইট ব্যতীত আপনি কোনোভাবে অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না।
ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্রথমে উপরের ডাউনলোড বাটনটিতে ক্লিক করুন। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করা মাত্র নিচের চিত্রেরন্যায় ভিডমেট এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। (নোটঃ সহজে ডাউনলোড করার জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করবেন)
এখন ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করার জন্য উপরের চিত্রের নিচের অংশের লাল কালারের "Official Download" বাটনটিতে ক্লিক করতে হবে। লালা রংয়ের বাটনে ক্লিক করা মাত্র অটোমেটিক্যালি ভিটমেট সফটওয়্যার ডাউনলোড হওয়া শুরু হবে। কিছুক্ষণ পর ডাউনলোড কমপ্লিট হলে নিচের চিত্রেরন্যায় অপশন দেখতে পাবেন।
আপনার মোবাইলে ডাউনলোড হওয়া ভিটমেট সফটওয়্যারটি ইনস্টল করার জন্য উপরের চিত্রের তীর চিহ্নিত অংশের "Open" লেখ অপশনে ক্লিক করতে হবে। Open লেখাতে ক্লিক করা মাত্র নিচের চিত্রেরন্যায় ভিটমেট অ্যাপ ইনস্টল করার অশন শো হবে।
এখন উপরের চিত্রের Install অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে ডাউনলোড সফটওয়্যার ভিটমেট অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হবে। এ ক্ষেত্রে কোন ধরনের পারমিশন চাইলে আপনাকে অবশ্যই পারমিশন দিয়ে দিতে হবে। এতটুকো করলে ভিটমেট সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করার সকল প্রসেস কমপ্লিট হয়ে যাবে।
ভিটমেট সফটওয়্যার দিয়ে কী কী ভিডিও ডাউনলোড করা যায়?
ভিটমেট সফটওয়্যার এর ভাষ্য অনুসারে প্রায় সকল ধরনের ভিডিও ডাউনলোড করা যায়। এই মুহুর্তে VidMate Youtube, Facebook, Dailymotion, WhatsApp, Instagram ও Tumblr এর মতো অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করার সুবিধা দিচ্ছে। এ ক্ষেত্রে আপনি অন্য অ্যাপ চালু না করে সরাসরি ভিডমেট অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
উপরের চিত্রটি ভিটমেট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এখানে তারা বলছে যে, বর্তমানে 4K ভিডিও সহ MP3 এবং বিভিন্ন ফরমেটের অডিও ভিডিও দ্রুগ গতিতে ডাউনলো করার অপশন ভিটমেট সফটওয়্যারে রয়েছে। সবচাইতে বড় সুবিধা হচ্ছে এর সকল অপশন একদম বিনা মূল্যে ব্যবহার করা যায়।
ভিটমেট দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন?
ভিটমেট দিয়ে ইউটিউব ভিডিও এবং অডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপটি অপেন করতে হবে। তারপর আপনি যে ভিডিও ডাউনলোড করতে চাইছেন সেটি প্লে করতে হবে।
এখানে আপনার কাঙ্খিত ভিডিওটি প্লে করার পর উপরের চিত্রের নিচের অংশের Share লেখা আইকনে ক্লিক করতে হবে। Share আইকনে ক্লিক করার সাথে সাথে নিচের চিত্রের ন্যায় অপশন শো হবে।
তারপর উপরের চিত্রের ন্যায় আপনার মোবাইলের স্কিনে Vidmate Software টি দেখতে পাবেন। এখন উপরের চিত্রের মত তীর চিহ্নিত অংশের Download Video লেখা আইকনে ক্লিক করতে হবে। Download Video লেখা আইকনে ক্লিক করা মাত্র নিচের চিত্রের অপশন দেখতে পাবেন।
এখন উপরের চিত্রের আপনার কাঙ্খিত ভিডিও এর অডিও ফরমেট সহ বিভিন্ন সাইজের ভিডিও দেখতে পাবেন। আপনার পছন্দমত যে কোন একটি সিলেক্ট করে লাল কালারের Download এ ক্লিক করলে আপনার পছন্দের ইউটিউব ভিডিও/অডিও ডাউনলোড হওয়া শুরু হবে। That's all
ভিটমেট দিয়ে কিভাবে Facebook ভিডিও ডাউনলোড করবেন?
ভিটমেট দিয়ে কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের ফেসবুক অ্যাপটি অপেন করতে হবে। তারপর ফেসবুক হতে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি প্লে করতে হবে।
এখন ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য উপরের চিত্রের Share আইকনে ক্লিক করতে হবে। Share আইকনে ক্লিক করার সাথে সাথে নিচের চিত্রের ন্যায় অপশন দেখতে পাবেন।
এখানে উপরের চিত্রে তীর চিহ্ন দিয়ে মার্ক করা লাল কালারের গোলাকার ডাউনলোড বাটনটিতে ক্লিক করতে হবে। গোলাকার ডাউনলোড বাটনটিতে ক্লিক করার পর নিচের চিত্রের মত ডাউনলোড অপশন শো হবে।
এখান থেকে আপনি যে ফরমেটের অডিও/ভিডিও ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করে Download বাটনে ক্লিক করলে আপনার কাঙ্খিত ভিডিও ডাউনলোড হওয়া শুরু হবে। That's all.
Vidmate FAQ's
- গুগল প্লে-স্টোর থেকে ভিডমেট অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করব?
উত্তরঃ আপনি গুগল প্লে-স্টোর থেকে ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না। কারণ গুগল নীতির কারনে প্লে-স্টোর ভিটমেট অ্যাপটি সাপোর্ট করছে না। সে জন্য ভিটমেট অ্যাপ ডাউনলোড করার জন্য ভিটমেট এর অফিসিয়াল সাইট ব্যবহার করতে হবে। - কিভাবে ভিটমেট ইনস্টল করবেন?
উত্তরঃ নরমালি আপনি যেভাবে একটি মোবাইল অ্যাপ ইনস্টল করেন ঠিক সেই ভাবে ইনস্টল করবেন। তবে এ ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত স্টেপ হিসেবে পারমিশন দিতে হবে। - কিভাবে আইফোন, আইপ্যাড বা পিসিতে ভিডমেট ইনস্টল করবেন?
উত্তরঃ আইফোন, আইপ্যাড বা পিসিতে ভিডমেট সাপোর্ট করে না বিধায় ব্যবহার করতে পারবেন না।
শেষ কথা
ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করার বিষয়ে আপনার আর কোন প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন। তারপরও ভিডমেট অ্যাপ ডাউনলোড করতে বা অন্য কোন উপায়ে ভিটমেট ডাউনলোড করতে চাইলে সেটিও আমাদেরকে জানাতে পারেন। আমরা ভিটমেট ডাউনলোড সংক্রান্ত আপনার সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।
যেহেতু ভিটমেট অ্যাপস সফটওয়্যার একটি বহুল ব্যবহৃত জনপ্রিয় ডাউনলোডার মোবাইল এপ্লিকেশন সেহেতু আপনি মোবাইল দিয়ে অডিও ভিডিও ডাউনলোড করার জন্য ভিটমেট সফটওয়্যারটি অনায়েসে ব্যবহার করতে পারেন। ডাউনলোড সফটওয়্যার ভিটমেট আপনার ডাউনলোড এর সকল চাহিদা মেঠাতে সক্ষম হবে।
Post a Comment
Let us know how you are feeling about this article by commenting.