বিশ্বের অন্যতম প্রধান একটি ওয়েবসাইট হল ইউটিউব. ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় 50 শতাংশেরও বেশি হয়ে দাঁড়িয়েছে. আর ইউটিউব এখন আট থেকে আশি সকলেই ব্যবহার করেন, ভারতবর্ষে JIO আসার পর ইউটিউব এর বিস্তার আরো বেশি হয়ে দাঁড়িয়েছে কারণ সকলের কাছে এখন ইন্টারনেট থাকা ফোন আছে. অনেকেই তাদের পছন্দের ইউটিউব ভিডিওগুলি নিজের ফোনে সেভ করে রাখতে চান. ইউটিউব অফ্লাইন একটি সার্ভিস প্রোভাইড করে যার মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিওগুলি আপনার ফোনে সেভ রাখতে পারেন; কিন্তু এই ভিডিওগুলি আপনি অন্যান্য এমন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারবেন না. আপনি শুধুমাত্র ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই ভিডিওগুলি দেখতে পাবেন যখন আপনার নেট থাকবেনা.
আমরা এখানে কিছু এমন পদ্ধতির কথা বলব যার মাধ্যমে আপনি ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিওগুলি নিজের ফোন অথবা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন আর সেগুলি আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতেও পারবেন.
কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন
নমস্কার বন্ধুরা আজ আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে বলতে চলেছি কিভাবে আপনারা ইউটিউব থেকে ভিডিও আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন এর সাথে সাথে আমরা এটাও দেখাবো কিভাবে আপনি ইউটিউব থেকে কোন অডিও mp3 ফরম্যাটে ডাউনলোড করতে পারেন.
কিভাবে ইউটিউব এ ভিডিও অফলাইন বা নেট ছাড়া দেখবেন
শুধুমাত্র যদি নিজে পরে দেখার জন্যে আপনি ভিডিও টি রাখতে চান নিজের মোবাইল এ, যাতে নেট না থাকলেও আপনি নিজে ভিডিও টি দেখতে পাবেন. সেক্ষেত্রে আপনি YouTube Offline ফীচার ব্যবহার করতে পারেন
- প্রথমে যেকোনো ইউটুবে ভিডিও তে যান আপনার মোবাইল এ ইউটউব এপ্লিকেশন থেকে.
- লাইক ডিসলাইক আর শেয়ার বাটন এর পরেই থাকবে ডাউনলোড অপসন. সেটা ক্লিক করুন.
- এরপর আপনার ভিডিও টি ডাউনলোড হয়ে আপনার ফোনের ইউটউব এ থেকে যাবে.
- ডাউনলোড হয়ে যাওয়া ভিডিও টি দেখতে হলে নিচের দিকে লাইব্রেরি অপসন তা ক্লিক করুন, তারপর ভিতরে গিয়ে ডাউনলোডস এ ট্যাপ করলেই আপনি আপনার ডাউনলোড করা ভিডিও টি দেখতে পাবেন.
দুর্ভাগ্যবশত এই ভিডিও টি আপনি কেবলমাত্র ইউটউব এপ্লিকেশন এর মধ্যেই দেখতে পাবেন, অন্য কোনো ভিডিও প্লেয়ার এ দেখতে পারবেন না এবং কাউকে ভিডিও টি শেয়ার করতে পারবেন না, কারণ এই ফাইল টি এনক্রিপ্টেড থাকে. ভিডিওটি পুরোপুরি ডাউনলোড করতে হলে, যেকোনো প্লেয়ার এ দেখতে হলে এবং বাকিদের মধ্যে শেয়ার করার থাকলে পরবর্তী পদ্ধতিগুলি দেখুন.
মোবাইলে কিভাবে ব্যাবহার করবেন ইউটিউব ভিডিও?
ইউটিউবের অফিশিয়াল অ্যাপ ব্যাবহার করে আপনি মোবাইল ডিভাইসে ডাউনলোড করে নিতে পারেন যে কোন ভিডিও। আসুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি,
১. আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
২. যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি ওপেন করুন।
৩. ভিডিও টাইটেলের নিচে আপনি একটি ডাউনলোড অপশান দেখতে পাবেন।
৪. ডাউনলোডে ট্যাপ করলে ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে। পরে যে কোন সময় ইউটিউব অ্যাপ খুলে আপনি দেখতে পারবেন সেই ভিডিও।
যদিও সব ভিডিওতে এই ডাউনলোড অপশান দেখা যায় না। এছাড়াও সব ফোনে ডাউনলোড করা যায় না ইউটিউব ভিডিও। এছাড়াও আপনি যদি নিজের কম্পিটারে ডাউনলোড করতে চান নিজের পছন্দের ভিডিও তবে পড়তে থাকুন এই প্রতিবেদন।
ইউন্ডোজ, ম্যাক ও লিনাএক্স কম্পিউটারে কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?
উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সে ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য রয়েছে একটি বিশেষ ফ্রি অ্যাপ। অ্যাপটির নাম 4K Video Downloader। আসুন দেখে নি এই অ্যাপের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও।
১. 4K Video Downloader ডাউনলোড করুন
২. যে ইউটিউব ভিডিওটি ডাউলোড করতে চান তার URL টি কপি করুন।
৩. এবার 4K Video Downloader অ্যাপটি খুলে সেখানে লিঙ্কটি পেস্ট করে দিন।
৪. এবার এই অ্যাপ আপনাকে সেই ভিডিও ডাউনলোডের জন্য বিভিন্ন রেসোলিউশান অপশান জানাবে। আপনার পছন্দের রেসোলিউশানটি সিলেক্ট করে কম্পিউটারে কোথায় তা সেভ করবেন সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করে দিন।
ওয়েব ব্রাউজার থেকে কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?
উপরের অ্যাপটি আপনি যদি ইন্সটল করতে না পারেন তবে ওয়েব ব্রাউজার থেকে সরাসরি ডাউনলোড করা যায় ইউটিউব ভিডিও। আসুন দেখে নি কিভাবে ওয়েব ব্রাউজার থেকে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও,
১. vdyoutube.com ওয়েবসাইটটি ওপেন করুন।
২. যে ইউটিউব ভিডিওটি ডাউলোড করতে চান তার URL টি কপি করুন।
৩. এবার VDYouTube এর উপরে বক্সে ওই URL পেস্ট করে গো তে ক্লিক করুন।
৪. এবার লাল ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৫. এবার যে ফর্মাটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে ডাউনলোড শুরু করুন।
তবে এই পদ্ধতিতে শুধুমাত্র 720p পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়। এর থেকে বেশি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে গেলে শব্দ ছাড়া ভিডিও ডাউনলোড হবে এই ওয়েবসাইট থেকে। তবে অ্যানড্রয়েড ও iOS ডিভাইসে কাজ করবে না এই ওয়েবসাইট।
অ্যানড্রয়েড বা iOS ডিভাইসে এই পদ্ধতিতে ইউটিউব ভিডিও ডাউওলোড করতে হলে en.savefrom.net ওয়েবসাইট ওপেন করে একই পদ্ধতি ফলো করুন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট
প্রথমেই আপনাকে আপনার ইউটিউব অ্যাপ অথবা ইউটিউব ওয়েবসাইট থেকে ওই ভিডিও যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চাইছেন সেটির লিংক টি কপি করতে হবে এরপর ওই লিংকটি আপনার কাছে রাখতে হবে আর নিচে যে সাইটগুলো আমরা দেখাচ্ছি সেগুলি তো যেতে হবে.
প্রথম ওয়েবসাইটটি হল SSYOUTUBE, এই সাইট টি সবচেয়ে ভালো ব্যবহার করার নিয়ম হলো আপনি যে ইউটিউব এর লিংকটি কপি করেছেন সেই লিংকটিকে প্রথমে আপনার ব্রাউজারে পেস্ট করুন তারপরে ওই লিংকটির ইউটিউব লেখার আগে দুটি ইংরেজি এস ( ss ) যোগ করুন এরপরে এন্টার মারুন বা আপনার মোবাইলে থাকলে গো করুন
এবারে আপনার কাছে যে ওয়েবসাইটটি খুলে যাবে তাতে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটি ডাউনলোড করার বিভিন্ন অপশন এই ডাউনলোড করার অপশন এর মধ্যে তিনটি কোয়ালিটি ( 1080p MP4, 360 MP4 , WEBM ) থাকে, তো আপনি যদি মোবাইলে ভিডিও ডাউনলোড করেন তাহলে WEBM ফরম্যাটে ডাউনলোড করবেন না, MP4 Format করুন. কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্যে এই সাইট তীর সার্ভিস সেরা.
এস কনভার্টার সাইটটি আমার দেখা সবচেয়ে ফাস্টটেস্ট মানে সবচেয়ে দ্রুততম. ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য খুবই বিখ্যাত এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কোন বাটন ক্লিক করা দরকার নেই জাস্ট আপনার ইউটিউবে যে লিঙ্কটি আপনি কপি করেছেন সেই লিংকটা পেস্ট করুন এক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা ডাউনলোড করার অপশন চলে আসবে এই ওয়েবসাইটটির আর একটা বিশেষত্ব হলো এই ওয়েবসাইটটি থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটির বিভিন্ন ধরনের ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন মানে আপনি এই ভিডিওটিকে কনভার্ট করে অডিও করতে পারেন AVI ফরম্যাট করতে পারেন বা 3gp ফরম্যাট করতে পারেন, অনেক কিছু ভাবে আপনি ডাউনলোড করতে পারেন.
আরেকটি খুব ভালো ইউটিউব ডাউনলোড করার জন্য ওয়েবসাইট হল UtubeGo or KeepVid.pro বলা হয় এটিকে. আপনি যেকোন ইউটিউব ভিডিও এর লিংক কপি করে এই ওয়েবসাইটটিতে পেস্ট করলে তারপরে আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে আপনার ইউটিউব ভিডিওর বিভিন্ন ধরনের ডাউনলোড করার অপশন গুলি চলে আসবে. এখানে কিন্তু ভিডিও কনভার্ট বা অডিও করার অপসন নেই. এই ওয়েবসাইটটিতে ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার অপশন রয়েছে.
কি করে ইউটিউব থেকে অডিও ডাউনলোড করবেন
y2mate – YouTube to MP3 Converter
এই ওয়েবসাইটটিতে আপনি যেকোন ইউটিউব এর ইউআরএল এন্টার করলে সেই ইউটিউবে ভিডিওটি এরা নিজেদের সার্ভারে ডাউনলোড করে নেয় তারপরে আপনি ওই সার্ভার থেকে এই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন কিপভিদ ওয়েবসাইটটির সবচেয়ে ভালো ব্যাপার এটি হলো যে এখান থেকে আপনি যেকোন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এরা বিভিন্ন ধরনের ফরম্যাট সাপোর্ট করে যেমন আমার একদম হাই কোয়ালিটি ভিডিও আপনি পাবেন যেমন আপনার একজন সবচেয়ে কম কোয়ালিটি ভিডিওটি আপনি পাবেন এই সাইটটি ওয়েবসাইট থেকে আপনার প্রত্যেকটি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন তার সাথে সাথে ওই ভিডিওটি অডিও ডাউনলোড করতে পারবেন আর এর সাথে সাথেই আপনি কোন ভিডিও যদি এখানে পেস্ট করেন তাহলে ওই ভিডিওটি যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে ওই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ডাউনলোড লিংক এখানে এসে যায় তাতে করে আপনি যে ভিডিওটি চাইছেন সেটি ডাউনলোড করবেন তার সাথে সাথে অন্যান্য যা ভালো লাগবে সেগুলো করতে পারেন.
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
কম্পিউটারে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার যেটি এখন মার্কেটে রয়েছে সেটি হল ইউটিউব ডাউনলোডার এই সফটওয়ারটির লিংক আমরা এই নিচেই দিয়ে রাখছি আপনি ওখান থেকে আপনার ইউটিউব এর ভিডিওগুলি ডাউনলোড করতে পারেন.
Internet Download Manager or IDM
এছাড়াও আরেকটি সফটওয়্যার আছে যে সফটওয়্যারটি দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা খুব ইজি সেই সফটওয়ারটা internet-download-manager এই সফটওয়্যারটির ফ্রি না, কিনতে হয় ৫$ দিয়ে; কিন্তু আপনি এই সফটওয়্যারটির ক্র্যাক বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন. আপনার যদি কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্সটল থাকে এবং ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ক্রোম, মজিলা ফায়ারফক্সে অ্যাক্টিভেটেড থাকে তাহলে সেখান থেকে আপনি যখন ইউটিউব ভিডিও দেখবেন তখন নিচে ডাউনলোডের অপশন অটোমেটিক চলে আসবে ইউটিউব ভিডিও ডাউনলোডার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার
মোবাইল এ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা জিও ফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য আমরা আপনাকে এটাই বলব যে আমরা উপরে যে ওয়েবসাইটগুলি লিংক দিয়েছি সেই লিঙ্ক থেকেই আপনি ডাউনলোড করতে পারেন আপনাকে আপনার ব্রাউজার খুলতে হবে মোবাইলে, যেমন ক্রোম, ওখান থেকে আপনাকে আমরা যে লিঙ্কগুলি দিয়েছি সেই লিঙ্ক ক্লিক ক্লিক করে ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনি আপনার ইউটিউব এর ভিডিও লিংকটি আছে সেটি পেস্ট করে ভিডিওটি ডাউনলোড করতে পারেন
ইউটিউবে পলিসির কারণে কোন অ্যাপ প্লে স্টোরে নেই যে অ্যাপ দ্বারা আপনি ইউটউব ভিডিও ডাউনলোড করতে পারবেন. কিন্তু কিছু অ্যাপ রয়েছে যেগুলি বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় কিন্তু প্লে স্টোরে নেই সুতরাং সেগুলি কতটা নির্ভরযোগ্য সেটা আমরা বলতে পারব না. তবু আপনি যদি উপরে যে সমস্ত আমরা পদ্ধতি বয়ান করলাম সেই গুলি ছাড়াও আপনার দরকার হয় তাহলে নিচে কয়েকটি লিংক আমরা দিচ্ছি সেই ধরনের অ্যাপ এর যে অ্যাপ গুলি ইউটিউব এর ভিডিও ডাউনলোড করে কিন্তু আগেই বলে রাখি এই অ্যাপস গুলি সম্পর্কে আমরাও কনফিডেন্ট নয় আর এই অ্যাপ গুলি ইউটিউবে প্রাইভেসি পলিসি মেনে চলে না, তার মানে এই যে, এই এপ্লিকেশন থেকে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করা বেআইনি. সেই জন্যেই আমরা আপনাকে এটাই বলবো যে আপনি আমাদের উপরে যে পদ্ধতি গুলি আছে সেই পদ্ধতিতেই ডাউনলোড করুন.
মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন?(৩ টি সহজ উপায়)
আজকাল মানুষ টিভির থেকে বেশি ইউটউবে সময় কাটাতে পছন্দ করে,কেননা ইউটউবে সবধরনের কনটেন্ট মজুত রয়েছে।গান,নিউস,কমেডি,সিনেমা,শিক্ষা,সিরিয়াল সবকিছুই এক ক্লিক করলেই ইউটউবে পাওয়া যায়।কিন্তু সব ভিডিও স্ট্রিম করে দেখতে হয়।হাঁ, তবে ইউটউবে অফলাইনে ডাউনলোড করা যায়,কিন্তু সব ভিডিও অফলাইনে ডাউনলোড করা যায় না।তাই আজকে আমরা এই পোস্টার মাধ্যমে জানবো আপনি কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন।
আমরা প্রতিদিন বিভিন্ন ধরণের ভিডিও ইউটউব থেকে দেখি,অনেক সময় আমরা সেটা অফলাইনে ডাউনলোড করার চেস্ট করি,হয়তো সেটা টিভি তে দেখবো বা যখন নেট থাকবে না তখন দেখবো,আবার কোনো নুতুন গান কে অফলাইনে স্টোর করা,mp3 প্লেয়ার এ শুনা,আরো নানান কারনে আমরা ইউটউব থেকে ভিডিও ডাওনলোড করেথাকি।আজকে আমি ৩ টি উপায় বলেদেব যেখানে আপনি খুব সহজে ভিডিও ডাউনলোড করে মোবাইলে স্টোর করতে পারবেন।
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ৩ টি সহজ উপায়?(Download YoutubeVideos in Mobile)
এখানে আমরা যে প্রক্রিয়া গুলো ফলো করবো সেগুলি ছবি ও ভিডিও সহ স্টেপ বায় স্টেপ বুঝিয়ে দেব,যেন আপনাদের সেটা বুঝতে সুবিধে হয়। অবশ্য,এগুলো কিপ্যাড মোবাইল,জিও মোবাইলে লাগু নই।চলুন দেখে নেওয়া যাক তাহলে,
ইউটউব গো (YouTube Go) অ্যাপস.
ইউটউব গো (YouTube Go) অফিসিয়াল ইউটউবের অ্যাপ,এই অ্যাপটি ইউটউব লঞ্চ করেছে সাধারণত লো পারফর্মিং স্মার্টফোনগুলি জন্য।এই মাধ্যমে দুর্বল ইন্টারনেট সংযোগ থাকলেও ভিডিও ওয়াচ করার যায়,আবার আপনি ইউটউব অফলাইনে সব ভিডিও ডাউনলোড করা যায়।চুলুন দেখেনি কিভাবে আপনি এই apps এর মাধ্যমে মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন,
প্রথমেই আপনি মোবাইলে playstore থেকে এই অ্যাপ টি ডাউনলোড করে নিন।অথবা আমার দেওয়া এই লিংক এ ক্লিক করে অ্যাপ টি ইনস্টল করুনঃYouTube Go.
প্রথম স্টেপ: YouTube Go ইনস্টল হয়ে গেলে next করে ল্যাঙ্গুয়েজে চুষ করে নিন,তারপর আপনার mail id দিয়ে sign in করেনিন,next করে পারমিশন এলাও করেদিন।এই ধাপ গুলো সম্পূর্ণ হলে আপনার অ্যাপ রেডি ভিডিও ডাউনলোড করার জন্য।
দ্বিতীয় স্টেপ: আপনি ইউটউব অ্যাপসে যেরকম ভিডিও সার্চ করেন ঠিক এখানে সেই ভাবে ভিডিও সার্চ করুন।ওপেন করলে ২টি অপশন দেখতে পাবেন play এবং download,এবার ভিডিও কোয়ালিটি সিলেক্ট করেননি high,standrad পছন্দের মতো,তারপর download এ টাচ করে ডাউনলোড করে নিন।
তৃতীয় স্টেপ: ভিডিও ডাউনলোড হয়েগেলে back চলে যান homepage নিচে downloads ফোল্ডারে ক্লিক করুন আপনি যতগুলো ভিডিও ডাউনলোড করেছেন সবগুলো দেখতে পাবেন।
এই অ্যাপ থেকে আপনি ভিডিও তো ডাউলোড করতে পারবেন কিন্তু তার কিছু লিমিট আছে,মানে আপনি high quality ভিডিও ডাউনলোড করতে পারবেন না।তাছাড়া, মোবাইলে ডাউনলোড হবে না অফলাইনে আপনাকে ভিডিও দেখতে হবে।কিছু কিছু ভিডিও ডাওনলোড অপশন দেয় না।
টিউব মেট(TubeMate) অ্যাপস.
TubeMate :- সব থেকে পপুলার ইউটিউব ভিডিও ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ,হয়তো আপনি এই অ্যাপ টি ব্যবহার করেছেন বা নাম শুনেছে।এই অ্যাপ এর সাহায্যে আপনি মোবাইলে সব ধননের ভিডিও-হাই কোয়ালিটি,mp3,এন্ড্রোইড মোবাইলে ডাউনলোড করতে পারবেন।
এই অ্যাপ টি আপনি playstore এ পাওয়া যায় না।তাই আমার দেওয়া নিচের লিংক এ ক্লিক করে অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করেনিন–
Dwonload- TubeMate.
এই অ্যাপ এর সাহায্যে সব ধরণের ভিডিও,3gp,mp4,mkv,mp3 ডাউনলোড করতে পারবেন।
ভিডমেট (Vidmate)অ্যাপস.
Vidmate –টিউবমেট এর মতো ভিডমেট অ্যাপ টি ও খুব পুপলার,এই অ্যাপ টিতে ভিডিও ডাউনলোড স্পিড ভালো পাওয়া যায়,আর তাছাড়া ভিডমেট error কম দেখাই তুলনামূলক টিউবমেটর থেকে।প্রায় সব ধরণের ভিডিও লোকোয়ালিটি ,হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এই অ্যাপ এর আর একটি বড়ো সুবিধে হলো এখানে আপনি ইউটউব ছাড়া অনন্য ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।ভিডমেট অ্যাপ আপনি play store এ পাবেন না, এই অ্যাপ টি ডাউনলোড করার লিংক নিচে দিয়েদিলাম ডাউনলোড করে ইনস্টল করেনিন।
Dwonload-Vidmate
ইউটউব থেকে ভিডিও ডাউনলোড করার প্রচুর সফটওয়্যার/অ্যাপস আছে,তার মধ্যে খুব পপুলার ৩টি অ্যাপ আমি বলে দিলাম,এছাড়া আরো কয়েকটি অ্যাপ আছে যে গুলো দেখতে পারেন –
- Videoder
- KeepVid
- Snaptube
- InsTube
- YT3 YouTube Downloader
- NewPipe
- YMusic
এই গুলো সব ইউটিউব ভিডিও ডাউনলোড অ্যাপস এগুলো ইনস্টল করে ভিডিও ডাউলোড করতে পারবেন।অবশ্য একটা কথা মনে রাখবেন By default এন্ড্রোইড ব্লক করে রাখে installation যে অ্যাপস গুগল play store থেকে ডাউনলোড নই ,তাই এই অ্যাপস গুলোকে ডাউনলোড করতে আপনাকে আপনার মোবাইলে এলাও করতে হবে, কিভাবে করবেন বলে দিচ্ছি -go to Settings > Security ওখানে “Unknown sources.” এলাও করে ok প্রেস করুন,তাহলেই সব অ্যাপস ডাউনলোড হবে।
শেষ কথা:
আশা করি,এবার মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে আপনাদের কোনো অসুবিধে হবে না।যায় হোক,আপনাদের যদি এই আরটিকেল টি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড
মোবাইলে playstore থেকে YouTube Go এই অ্যাপস টি ডাউনলোড করে নিন।
Total Time: 15 minutes
প্রথম স্টেপ:
YouTube Go ইনস্টল হয়ে গেলে next করে ল্যাঙ্গুয়েজে চুষ করে নিন,তারপর আপনার mail id দিয়ে sign in করেনিন
দ্বিতীয় স্টেপ:
আপনি যে ভিডিও ডাউনলোড করবেন সেটি সার্চ করেন।ওপেন করলে ২টি অপশন দেখতে পাবেন download ক্লিক করুন ভিডিও ডাউনলোড করতে।
তৃতীয় স্টেপ:
ভিডিও ডাউনলোড হয়েগেলে back চলে যান homepage নিচে downloads ফোল্ডারে ক্লিক করুন আপনি যতগুলো ভিডিও ডাউনলোড করেছেন সবগুলো দেখতে পাবেন।
Post a Comment
Let us know how you are feeling about this article by commenting.