১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোনঃ স্মার্টফোন বাজারে ব্র্যান্ডগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। ফলে প্রতিনিয়ত বাজারে যুক্ত হচ্ছে নতুন সব ফিচার সম্বলিত স্মার্টফোন।

স্মার্টফোন মানেই কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কেনা বিলাস দ্রব্য না। প্রয়োজন বুঝে বাজেটের মধ্যেই কেনা যেতে পারে কাজের স্মার্টফোন। চলুন, আজ দেখে নেওয়া যাক ১০ হাজার টাকার নিচে ১০টি প্রতিষ্ঠানের তৈরি ১০ স্মার্টফোনের খোঁজ।


তবে বর্তমানে বাজারে দামি স্মার্টফোনগুলোর চেয়ে তুলনামূলক কমদামি স্মার্টফোনগুলোর চাহিদাই সবচেয়ে বেশি।

সে অনুযায়ী আপনার বাজেট যদি দশ হাজার টাকার মধ্যে হয়, তাহলে বলা যেতে পারে মোটামুটি ভালো মানের একটি স্মার্টফোন আপনি এই বাজেটে পেয়ে যাবেন।

এই সেগমেন্টে যে কয়টি স্মার্টফোন একাধিক ফিচার-সহ দশ হাজারের মধ্যে পাওয়া সম্ভব, সবগুলোই আজকের আর্টিকেলে আপনাদের জন্য তুলে ধরা হলো।

    আরও পড়ুনঃ

    • স্মার্টফোন কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি
    • ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন
    • ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন
    • সেরা ১০ ক্যামেরা ফোন (২০২১)
    • সেরা ৮ গেমিং ফোন (২০২১)

    ৪-৫ হাজার টাকা বাজেটে সেরা:

    itel A25 (4G)


    itel A25 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১


    আপনি যদি লো বাজেটে ৪জি সমর্থিত কোন স্মার্টফোন কিনতে চান তাহলে আমি আপনাকে itel A25 ফোনটি কেনার জন্য সাজেস্ট করবো। লো বাজেটের ফোনগুলোতে সচরাচর FWVGA ডিসপ্লে ব্যবহার করা হলেও এই ফোনটিতে রয়েছে একটি ৫ ইঞ্চি ৭২০*১০৮০ রেজুলেশনের এইচডি ডিসপ্লে।

    অ্যান্ড্রয়েড ৯ (গো এডিশন) অপারেটিং সিস্টেমের ফোনটিতে আরো থাকছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর স্প্রেডট্রাম (SC9832E) চিপসেট।

    ফোনটিতে মিলবে ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।



    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে অটো ফোকাস সমর্থিত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

    ব্যাকআপ সুবিধা দিতে এতে রয়েছে ৩ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থাকছে ফেস আনলক ফিচার। ফোনটির দাম ৪ হাজার ৯৯০ টাকা

    itel A25 স্পেক হাইলাইট:

    • ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে
    • ১.৪ গিগাহার্টজ স্প্রেডট্রাম চিপসেট
    • ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ৯ (গো এডিশন) অপারেটিং সিস্টেম
    • ২ এমপি ফ্রন্ট এবং ৫ এমপি রিয়ার ক্যামেরা
    • ৩ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    ৫-৬ হাজার টাকা বাজেটে সেরা:

    Symphony i66


    Symphony i66 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

    Symphony i66 ফোনটি ৫ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চি ফুল ভিউ এইচডি+ ডিসপ্লে, এর রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল।

    অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর চিপসেট এবং মালি-টি ৮২০ এমপি১ জিপিইউ।



    ফোনটিতে মিলবে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

    ব্যাকআপ সুবিধা দিতে এতে থাকছে ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৫ হাজার ২৯০ টাকায়

    Symphony i66 স্পেক হাইলাইট:

    • ৫.৪৫ ইঞ্চি ফুল ভিউ এইচডি+ ডিসপ্লে
    • ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর চিপসেট
    • ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ৮ এমপি রিয়ার ক্যামেরা
    • ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    ৬-৭ হাজার টাকা বাজেটে সেরা:

    Infinix Smart HD 2021


    Infinix Smart HD 2021 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

    এই মুহূর্তে ৬-৭ হাজার টাকা বাজেট রেঞ্জে থাকা বেস্ট স্মার্টফোনটি হচ্ছে Infinix Smart HD 2021। ফোনটিতে থাকছে মিনিমাল নচ স্টাইলের ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, এর রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল।

    অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে আরো থাকছে ১.৮ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ-২০ (১২ ন্যানোমিটার) চিপসেট এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ জিপিইউ।

    ফোনটিতে মিলবে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ৮+৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। আর সেলফি তোলার জন্য সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

    ব্যাকআপ সুবিধা দিতে ফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। থাকছে অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার। ফোনটির দাম ৬ হাজার ৯৯০ টাকা

    Infinix Smart HD 2021 স্পেক হাইলাইট:

    • ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ১.৮ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক চিপসেট
    • ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ৮+৮ এমপি রিয়ার ক্যামেরা
    • ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    Walton Primo GH9


    Walton Primo GH9 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

    এই বাজেটে থাকা আরেকটি স্মার্টফোন Walton Primo GH9। ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলেশন ১৫৬০*৭২০ পিক্সেল।

    অ্যান্ড্রয়েড ১০ আপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৮ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট। থাকছে পাওয়ার ভিআর জিই৮৩০০ জিপিইউ।



    ফোনটিতে মিলবে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ১৩+০.৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। আর সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

    ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থাকছে অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার। ফোনটির দাম ৬ হাজার ৭৯৯ টাকা

    Walton Primo GH9 স্পেক হাইলাইট:

    • ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ১.৮ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট
    • ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+০.৩ এমপি রিয়ার ক্যামেরা
    • ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    ৭-৮ হাজার টাকা বাজেটে সেরা:

    itel Vision 1 Pro


    itel Vision 1 Pro - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

    itel Vision 1 Pro ফোনটি ৭ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, এর রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল।

    অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৪ গিগাহার্টজ ইউনিসোক এসসি৯৮৩২ই চিপসেট। আর গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে পাওয়ার মালি টি৮২০ এমপি১ জিপিইউ।

    ফোনটিতে মিলবে ২/৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য সামনে রয়েছে আরেকটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।



    ব্যাকআপ সুবিধা দিতে ফোনটিতে রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থাকছে অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার। ফোনটির ২ জিবি ভার্সনের দাম ৭ হাজার ৬৯০ টাকা

    itel Vision 1 Pro স্পেক হাইলাইট:

    • ৬.৫ ইঞ্চি এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে
    • ১.৪ গিগাহার্টজ ইউনিসোক চিপসেট
    • ২/৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেম
    • ৮ এমপি ফ্রন্ট এবং ৮ এমপি রিয়ার ক্যামেরা
    • ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    ৮-৯ হাজার টাকা বাজেটে সেরা:

    Realme C11


    Realme C11 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১


    Realme C11 বাজেট রেঞ্জে থাকা অন্যতম সেরা একটি ফোন। এতে রয়েছে মিনিমাল নচ স্টাইলের ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল।

    অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ২.৩ গিগাহার্টজ ১২ ন্যানোমিটার অক্টো-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট। আর গ্রাফিক্স সুবিধা দিতে এতে থাকছে পাওয়ার ভিআর জিই৮৩২০ জিপিইউ।

    রিয়েলমির এই ডিভাইসটিতে মিলবে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে পরবর্তীতে আরো বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি দিয়ে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।

    ব্যাকআপ সুবিধা দিতে ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং সমর্থিত ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। থাকছে অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার। ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা

    Realme C11 স্পেক হাইলাইট:

    • ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ২.৩ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট
    • ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+২ এমপি রিয়ার ক্যামেরা
    • ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    Vivo Y1s


    Vivo Y1s - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

    এই সেগমেন্টে থাকা আরেকটি স্মার্টফোন Vivo Y1s। ফোনটিতে থাকছে মিনিমাল নচ স্টাইলের ৬.২২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল।

    ডিভাইসটিতে আরো থাকছে ২.৩৫ গিগাহার্টজ অক্টো-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ (১২ ন্যানোমিটার) চিপসেট। সাথে গ্রাফিক্স সুবিধা দিতে থাকছে পাওয়ার ভিআর জিই৮৩২০ জিপিইউ। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ফোনটি চলবে ফানটাচ ১০.৫ এর উপর।

    ফোনটিতে মিলবে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটের মাধ্যমে আরো বাড়ানো যাবে।

    ফোনটির পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি তোলার জন্য সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

    ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৪ হাজার ৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থাকছে অটিজি এবং ফেস আনলক ফিচার। ফোনটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৮ হাজার ৯৯০ টাকায়

    Vivo Y1s স্পেক হাইলাইট:

    • ৬.২২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ২.৩৫ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট
    • ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ১৩ এমপি রিয়ার ক্যামেরা
    • ৪ হাজার ৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    ৯-১০ হাজার টাকা বাজেটে সেরা:

    Samsung Galaxy M02


    Samsung Galaxy M02 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১

    Samsung Galaxy M02 ফোনটি ৯ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে মিনিমাল নচ স্টাইলের ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল।

    ফোনটিতে থাকছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৯ডাব্লোও (২৮ ন্যানোমিটার) চিপসেট। আর গ্রাফিক্স সুবিধা দিতে এতে থাকছে পাওয়ার ভিআর জিই৮১০০ জিপিইউ। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ফোনটি চলবে ওয়ান ইউআই ২.০ এর উপর।

    ডিভাইসটিতে মিলবে ২/৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটের মাধ্যমে আরো বাড়ানো যাবে।

    ফোনটির পিছনে রয়েছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। আর সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

    ব্যাকআপ সুবিধা দিতে এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। থাকছে অটিজি এবং ফেস আনলক ফিচার। ফোনটির ২ জিবি ভার্সনের দাম ৯ হাজার ৫৯৯ টাকা

    Samsung Galaxy M02 স্পেক হাইলাইট:

    • ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক চিপসেট
    • ২/৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+২ এমপি রিয়ার ক্যামেরা
    • ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    Xiaomi Redmi 9A


    Redmi 9A - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১


    এই সেগমেন্টে থাকা আরেকটি বেস্ট স্মার্টফোন হচ্ছে Redmi 9A। এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল। থাকছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন।

    ডিভাইসটিতে ২ গিগাহার্টজ অক্টো-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেটের পাশাপাশি গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে পাওয়ার ভিআর জিই৮৩২০ জিপিইউ।

    অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ফোনটি চলবে শাওমির নিজস্ব কাস্টমাইজ এমআইইউআই ১২ এর উপর। ফোনটিতে থাকছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি তোলার জন্য সামনে রয়েছে এফ/২.২ অ্যার্পাচারের ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ছবি তোলার পাশাপাশি ধারণ করা যাবে ১০৮০ পিক্সেল ভিডিও।

    ব্যাকআপ সুবিধা দিতে ফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। থাকছে অটিজি এবং ফেস আনলক ফিচার। ফোনটি পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই ব্লু এই তিনটি রঙে।

    ফোনটির ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণ অফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯৯৯ টাকায়

    Xiaomi Redmi 9A স্পেক হাইলাইট:

    • ৬.৫৩ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেট
    • ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ১৩ এমপি রিয়ার ক্যামেরা
    • ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি


    ১০-১০ হাজার ৯৯৯ টাকা বাজেটে সেরা:

    Realme C3


    Realme C3 - দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২১


    এই বাজেটে যদি আপনি কোন স্মার্টফোন কিনতে চান তাহলে আপনি Realme C3 ফোনটি কিনতে পারেন। ফোনটিতে রয়েছে মিনিমাল নচ স্টাইলের ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল। থাকছে কর্নিং গরিলা গ্লাস ৩ ডিসপ্লে প্রটেকশন।

    অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে আরো রয়েছে ২ গিগাহার্টজ ১২ ন্যানোমিটার অক্টো-কোর মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। থাকছে মালি-জি৫২ জিপিইউ।

    ফোনটিতে মিলবে ২/৩/৪ জিবি র‍্যাম এবং ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে আরো বাড়ানো যাবে।

    ছবি তোলার জন্য এর পিছনে রয়েছে ১২+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সামনে রয়েছে এফ/২.৪ অ্যার্পাচারের ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

    ফোনটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ফাস্ট চার্জিং সমর্থিত ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। থাকছে অটিজি, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক ফিচার। ফোনটির ৩/৩২ জিবি ভার্সনের দাম ১০ হাজার ৯৯০ টাকায়

    Realme C3 স্পেক হাইলাইট:

    • ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
    • ২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেটে
    • ২/৩/৪ জিবি র‍্যাম এবং ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
    • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
    • ৫ এমপি ফ্রন্ট এবং ১২+২+২ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা
    • ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

    স্যামসাং গ্যালাক্সি এ০১

    • ডিসপ্লে: ৫.৭ ইঞ্চি

    • মেমোরি: ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট রম

    • ক্যামেরা: সামনে ৫ মেগাপিক্সেল, পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেল

    • ব্যাটারি: ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার

    • দাম: ৯ হাজার ৯৯৯ টাকা

    মতামত

    স্মার্টফোন কেনার সময় অবশ্যই প্রসেসর, র‌্যাম, মেমরি, ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, অ্যান্ড্রয়েড ভার্সান ইত্যাদি বিষয় বিবেচনা করে সঠিক স্মার্টফোনটি সিলেক্ট করতে হবে।

    তা নাহলে পরবর্তীতে নানা সমস্যায় পড়তে হবে। আপনার বাজেট যদি দশ হাজার টাকার মধ্যে হয় তাহলে উপরে উল্লেখিত ১০ হাজার টাকার মধ্যে  স্মার্টফোনগুলো দেখতে পারেন।

    আর হ্যাঁ, উপরে যে স্মার্টফোনগুলোর দাম উল্লেখ করা হয়েছে সেগুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আপডেট করা হবে। সেইসাথে নতুন স্মার্টফোনগুলোও যুক্ত করা হবে।

    আজকের মতো এখানেই বাজেটের ১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন নিয়ে পোস্টটি শেষ করছি। আর্টিকেলে কোন রূপ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ধরণের প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।

    Post a Comment

    Let us know how you are feeling about this article by commenting.

    Previous Post Next Post